ভারতে অনুষ্ঠেয় আসন্ন ওয়ানডে বিশ্বকাপে কন্ডিশনের কারণে পাকিস্তান ভাল করবে মনে করছেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আগামী ৫ অক্টোবর শুরু হওয়া ১৩তম বিশ্বকাপের সূচি গতকাল ঘোষনা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আকরামের মতে , ভারত এবং আমাদের কন্ডিশন প্রায় একই হওয়ায় পাকিস্তান ভালো ফল করবে। সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ‘আমাদের ভালো একটি দল আছে। ভালো মানের ওয়ানডে দল এবং আধুনিক ক্রিকেটে গ্রেটদের একজন বাবর আজম এই দলের নেতৃত্বে আছে।’
তিনি আরও বলেন, ‘যতক্ষণ ফিট থাকবে এবং যতক্ষণ পরিকল্পনা অনুযায়ী খেলবে, বিশ্বকাপে তাদের ভালো করার সুযোগ থাকবে। কারণ ভারতের কন্ডিশনও প্রায় আমাদের মতই।’
পাকিস্তানের ব্যাটিং ও অধিনায়কত্বের গুরুত্ব দায়িত্ব সামনে থেকে নেতৃত্ব দিবেন বাবর। বাবরের প্রশংসা করে আকরাম বলেন, ‘আমার মনে হয়- সে ভালো করবে, সে আমাদের সেরা খেলোয়াড়। সে যা কিছু করবে পুরো দেশ তার দিকে তাকিয়ে থাকবে। টি-টোয়েন্টি, ওয়ানডে বা টেস্ট যেটাই হোক না কেন, সে মানুষকে স্টেডিয়ামে যেতে আগ্রহী করে। আমার মতে, বিশ্বের সবচেয়ে সুন্দর কাভার ড্রাইভ সে করে।’
সূচি অনুযায়ী, অন্যান্য দেশের তুলনায় কম, পাঁচ ভেন্যুতে খেলবে পাকিস্তান। আগামী ৬ অক্টোবর হায়দরাবাদে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ১৫ অক্টোবর আহমেদাবাদে চিরপ্রতিন্দ্বন্দি ভারতের বিপক্ষে লড়বে বাবর-রিজওয়ানরা।