ভারতের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের 8 ছবি

‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’ শীর্ষক এই আয়োজনের ৫৩তম আসরের পর্দা উঠছে আগামী ২০ নভেম্বর। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় ভারতের সমুদ্র তীরের রাজ্য গোয়ায়।

এই আসরে বাংলাদেশের চারটি সিনেমা নির্বাচিত হয়েছে প্রদর্শনের জন্য। এগুলো হলো ‘সাঁতাও’, ‘পাতালঘর’, ‘নকশিকাঁথার জমিন’ ও ‘পাপ পুণ্য’। উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে ছবিগুলোর প্রদর্শনী সময় প্রকাশ করা হয়েছে।

খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ প্রদর্শিত হবে ২৪ নভেম্বর স্থানীয় সময় সকাল ৯টায়, আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ। গণঅর্থায়নে নির্মিত এই ছবির গল্প আবর্তিত হয়েছে এক নারী, তার কৃষক স্বামী এবং একটি গরুকে কেন্দ্র করে। এতে গ্রাম-বাংলার প্রকৃতির পাশাপাশি দারিদ্র্য, প্রাকৃতিক কিছু সংকট তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন আইনুন নাহার পুতুল, ফজলুল হক, মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি প্রমুখ।

একই দিন, একই অডিটোরিয়ামে দুপুর আড়াইটায় দেখানো হবে নূর ইমরান মিঠু নির্মিত ‘পাতালঘর’। একটি বাড়ি, কিছু আলাদা আলাদা ঘর, কিছু মানুষ, প্রতিজনের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটের মনস্তাত্বিক জটিলতা উঠে এসেছে এই ছবিতে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, অর্ষা প্রমুখ।

আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার জমিন’ প্রদর্শিত হবে ২৫ নভেম্বর সকাল ৯টায়, আইনক্স পানজিম অডিটোরিয়াম ১-এ। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের পাঠকনন্দিত উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। এতে একজন বিধবার চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

এদিন একই সময়ে আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ প্রদর্শিত হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, গাউসুল আলম শাওন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 5 =