ভারতেও মহাসমারোহে ঈদ উদ্যাপন হচ্ছে। ভারতের নানা প্রান্তের অগণিত মানুষ খুশির ঈদে শামিল হয়েছেন। ভারতের অমুসলিম শোবিজ তারকারা তাদের ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, নয়নতারা, মহেশ বাবুসহ অনেক তারকা পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রতিটি উৎসবই ধুমধামের সঙ্গে উদ্যাপন করেন। আর সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক বিশ্বসুন্দরী সবাইকে শুভেচ্ছা জানান। বলিউডের ‘দেশি গার্ল’ ঈদ উপলক্ষে ইনস্টা স্টোরিতে এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আপনাদের জীবনে ভালোবাসা আর আলো পাঠাচ্ছি।’
জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানার ছবি ‘সিকান্দার’ মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে। তার বিপরীতে আবার আছেন বলিউডের মেগাস্টার ও মুসলিম তারকা সালমান খান। তাই রাশমিকা ঈদের শুভেচ্ছা না জানিয়ে পারেন? তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ঈদের ভালোবাসা ভক্তদের পৌঁছে দিয়েছেন। তিনি এই পোস্টে লিখেছেন, ‘আমার ভালোবাসার মানুষদের ঈদের শুভেচ্ছা। আজকের দিনটা আপনাদের জীবন হাসি, আনন্দ, ভালোবাসা এবং সুস্বাদু খাবারে ভরে উঠুক। আনন্দে থাকুন এবং অপরের প্রতি দয়াবান হন।’
এদিকে বাঙালি নায়িকা সুস্মিতা সেন ভক্তদের ঈদের শুভকামনা জানিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে এক স্টোরিতে সবার উদ্দেশে বলেছেন, ‘চাঁদ মোবারক, ভালোবাসা এবং প্রার্থনা।’
কলকাতার প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত’র বাংলাদেশি ভক্তের সংখ্যাও অনেক বেশি। তাই তিনি প্রতি বছরই ঈদের শুভেচ্ছা জানান ভক্তদের। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঋতুপর্ণা তার ফেসবুক পেজে ঈদ মোবারক লেখা একটি ফটো কার্ড শেয়ার করে লিখেছেন, ‘ভালোবাসা, আনন্দ এবং অবিস্মরণীয় মুহূর্তগুলিতে ভরা ঈদের শুভেচ্ছা। আল্লাহ আপনার যা কিছু কামনা করেন তা যেন আপনাকে বরকত দান করেন। ঈদ মোবারক!’
দক্ষিণি মেগাস্টার মাম্মুটি এক্স হ্যান্ডলে নিজের এক ছবি শেয়ার করে লিখেছেন, ‘হৃদয় জুড়ানো ঈদ শুভেচ্ছা প্রত্যেককে।’
দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। খুশি, শান্তি আমার সকল বন্ধুকে।’
দক্ষিণি তারকা মহেশ বাবু এবং বলিউড তারকা সানি দেওল- দুজনেই ঈদের এক ছবি তাদের ইনস্টা স্টোরিতে পোস্ট করে সবার কাছে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন।
দক্ষিণের আরেক তারকা রামচরণ ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘হ্যাপি রামাদান আপনাকে এবং আপনার পরিবারকে। ঈদ মোবারক।’
বলিউডের আরেক তারকা অনিল কাপুর তার ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ যেন আমাদের প্রার্থনা শোনেন। আমাদের ভুলত্রুটিগুলো যেন ক্ষমা করে দেন। আমাদের সবার জীবনে শান্তি, খুশি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন।’শিল্পা শেঠি, সুনীল শেঠি, সোনাক্ষী সিনহাসহ আরও অনেক তারকা নেট–দুনিয়ায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
বলিউড ডিভা মাধুরী দীক্ষিত ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ঈদুল ফিতর মোবারক। আজকের এই বিশেষ উৎসব আপনাদের হৃদয় ভালোবাসায় এবং আপনাদের ঘর আনন্দে ভরিয়ে দিক। আর আপনাদের জীবনে নিয়ে আসুক অগুনতি আশীর্বাদ।’