ভারতের টেলিসিনে অ্যাওয়ার্ড: আজীবন সম্মাননা পেলেন আফজাল হোসেন

সেরা অভিনেতা চঞ্চল, অভিনেত্রী মিম, গায়ক বাপ্পা, গায়িকা সামিনা

ভারতের টেলিসিনে অ্যাওয়ার্ডসের ২০তম আসর বসেছিল কলকাতার নজরুল মঞ্চে। ৪ জুন রবিবার টেলিসিনে অ্যাওয়ার্ডসে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। সেরা অভিনেতা হয়েছেন চঞ্চলচৌধুরী, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সেরা গায়ক বাপ্পা মজুমদার ও সেরা গায়িকা হয়েছেন সামিনা চৌধুরী। বিশেষ পুরস্কার পেয়েছেন বাপ্পি চৌধুরী।

কলকাতা থেকে আফজাল হোসেন বলেন, ‘কলকাতার সিনেমা, নাটক, সাহিত্য সবই আমারা দেখি, পড়ি; কিন্তু আমাদের নাটক, সিনেমা, সাহিত্য সেভাবে কলকাতায় পৌঁছায় না। বর্তমানে ওটিটি প্ল্যাটফরমের কারণে কলকাতার দর্শক নাটক দেখছেন এবং আমাদের শিল্পীদের ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের কাজের জায়গার ব্যপ্তি যদি কলকাতায় বাড়ত তা হলে ঢাকার আর্টিস্টের ব্যস্ততা বাড়ত, কাজের ব্যপ্তিও বাড়ত। এটা আমার পর্যবেক্ষণ। যেহেতু আমাদের ভাষা একই। আর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীদের দেখা হয়, কথা হয়, ভাবের আদান-প্রধান হয়, সম্পর্কের উন্নয়ন হয়। এটা ভালোলাগার বিষয়। অনুষ্ঠানে আমাকে আজীবন সম্মানায় ভূষিত করায় ভীষণ ভালো লাগছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 1 =