ভারতের বাংলা নাট্যমেলায় বাংলাদেশের ‘পশুর বয়ান’

কলকাতার মিনার্ভা থিয়েটারে উদ্যোগে দু’দিন ব্যাপী বাংলা নাট্যমেলার উদ্বোধনী দিনে আজ বুধবার পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটারে নাটক ‘পশুর বয়ান’ পরিবেশিত হয়েছে। রহিম আব্দুর রহিম রচিত ও নির্দেশিত এই নাটকে ভারত-বাংলাদেশের শিশুরা অভিনয় করে।

দু’দিনব্যাপী এই নাট্যমেলায় ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, নদীয়া, দার্জিলিং, দক্ষিণ ২৪পরগণা ও হাওড়া জেলার থেকে আরও ৫টি শিশু নাট্যদল অংশ গ্রহণ করে। বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটার।

ভারতের অন্যতম শিশু নাট্য সংস্থা ‘এসো নাটক শিখি’ আয়োজিত নাট্যমেলার সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাদেমি। মেলার উদ্বোধনী দিনে আন্তর্জাতিক পদকে ভূষিত বাংলাদেশের নাট্যকার ও নির্দেশক রহিম আব্দুর রহিমকে সংর্বধনা প্রদান করে আয়োজক কমিটি। অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন, ভারতের প্রখ্যাত নাট্য নির্দেশক ও অভিনেতা অশোক মুখোপাধ্যায়, টিভি ও চলচিত্র অভিনেতা মানসী সিনহা  কলকাতাস্থ বাংলাদেশ ডিপুটি হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি শেখ মারেফত তারিকুল ইসলাম। পুরো উৎসবটির সঞ্চালনায়  ছিলেন আকাশবাণী কলিকাতার ঘোষক মিতালী ভট্টাচার্য।

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক নাটক ‘বাইগার পাড়ের বাঙালি’ বাংলাদেশের নাট্যকার রহিম আব্দুর রহিম রচিত, ভারতের নাট্য ব্যক্তিত্ব ডক্টর তাপস দাস নির্দেশিত নাটকটি প্রযোজনায় ছিল কলকাতার লিড শিশু নাট্য সংস্থা এসো নাটক শিখি। এই নাটকের শ্রেষ্ঠাংশের অভিনেতারা হলেন, সৌম্যজিৎ, সৃজন, অর্ক, সুজয়, সমুদ্র, অর্নিবাণ, আদিত্য, সায়ন, আদিক, প্রিয়ব্রত, আদর্শ, ত্রিদিব, অংশমান, প্রসেনজিৎ, সৈকত, নীলাদ্রি শৌণিক, সুস্মিতা, প্রান্তিক, সৃজিত, স্বাগত, সবুজ, সৌরকান্তি, সোম, সৌনক, অয়ন্তিকা, অরত্রিকা, অদ্রিজা, সোনিয়া, সুদেষ্ণা, অমৃতা, ঠিষ্টাতা, উপাসনা ও সমৃদ্ধি।

উদ্বোধনী দিনের শেষ নাটক, রহিম আব্দুর রহিম রচিত ও নির্দেশিত পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটারের ‘পশুর বয়ান’। অত্যন্ত আবেগঘন এই নাটকে উপস্থিত হয়েছে প্রকৃতি, পরিবেশের উপর মানবসভ্যতার জোর জুলুমের ফলে সৃষ্ট আর্তচিৎকার। সভ্যতার নিষ্ঠুর, নির্মম অত্যাচারের কথা অকপটে ব্যক্ত করেছে, অবলা প্রাণ- প্রাণিরা।

এই নাটকে যারা অভিনয় করে, তারা হলো, সপ্তম শ্রেণির অর্পণ দাস, প্রথম শ্রেণির পিউশ রায়, বিরাট মহাপাত্র, অভিনব পোল্লে, দ্বিতীয় শ্রেণির শ্রীজিৎ মন্ডল, ষষ্ঠ শ্রেণির কিংশুক অধিকারী, শিশু শ্রেণির সায়ন মজুমদার, তৃতীয় শ্রেণির তপোময় দেব,ও চতুর্থ শ্রেণির রুদ্রম বিশ্বাস। পঞ্চগড় শিশু-কিশোর বিদ্রোহী থিয়েটার নাট্যকর্মী পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি’র শিক্ষার্থী মো. নাছিবুর রহমান নাবিলের দক্ষ আবহসঙ্গীতে প্রাণবন্ত ও আবেগতাড়িত হয়ে উঠে নাটকের প্রবাহকাল।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen − 17 =