ভারতের বিপক্ষে জয় হবে ‘আপসেট’ : সাকিব

শক্তিশালী ভারতের বিপক্ষে নিজেদের জয় পাওয়াটা ‘আপসেট’ আখ্যায়িত  করেছেন  বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে এ আপসেট নিয়ে মাথা না ঘামিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলতি আসরের সেমির আশা বাঁচিয়ে রাখতে ম্যাচে সাকিবের  লক্ষ্য যে কোন মূল্যে জয় পাওয়া।

টুর্নামেন্টে সেমিফাইনালে খেলতে হলে উপমহাদেশের সেরা দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশকে। আগামীকাল  ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দু’টি ম্যাচই অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতেই ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিলো বাংলাদেশ। ঐ ম্যাচ জিতে ইতিহাসে প্রথমবারের মতো কোয়ারর্টার ফাইনাল খেলে টাইগাররা।

সাকিব বলেন, ‘ভারত ফেভারিট দল তারা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি।’ বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব আরও বলেন, ‘আমরা খুব ভালো করেই জানি, ভারতের বিপক্ষে এ ম্যাচ জিতলে এটিকে অঘটন বলা হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো এবং অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও, এ ম্যাচকে অন্যভাবে দেখতে নারাজ সাকিব। তিনি বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমনটা বলেছিলাম, প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা একই মানসিকতা নিয়েই খেলতে চাই। আমরা কোন দেশের বিপক্ষে কোন পরিস্থিতিতে খেলছি এসব নিয়ে ভাবতে চাই না। আমরা শুধুমাত্র মুহূর্তটা উপভোগ করতে চাই। এজন্য আমাদের একই পরিকল্পনা থাকবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথমবারের মত নক আউট পর্বে যাবার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। কিন্তু এটি বেশ কঠিন হবে। বাংলাদেশ যদিও এবারের আসরে দু’টি ম্যাচ জিতেছে।

বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 4 =