ভারতের বিপক্ষে ফাইনালকে ‘ক্রিকেটের মনোরম দৃশ্য’ বললেন স্টার্ক

কলকাতা, ১৭ নভেম্বর, ২০২৩ (বাসস): আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন  স্টেডিয়ামে রোববার ভারতের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ‘ক্রিকেটের মনোরম দৃশ্যের’ অবতারনা ঘটাবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

গতকাল কলকাতায় টানটান উত্তেজনার দ্বিতীয় সেমিফাইনালে ২১৩ রান তাড়া করে দক্ষিন আফ্রিকার বিপক্ষে ৩ উইকেটে জয় পায় পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই জয়ে অষ্টম বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল অজিরা।

দক্ষিন আফ্রিকাকে ২১২ রানে আটকে দেয়ার ক্ষেত্রে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে গুরুত্বপুর্ন ভুমিকা রাখা অজি তারকা স্টার্ক সাংবাদিকদের বলেন, ‘এটি একটি বড় উপলক্ষ্য, এটি একটি বিশ্বকাপের ফাইনাল’। উভয় দলের  খেলোয়াড়রাই এর আগে ভিন্ন    ফর্মেটে ক্রিকেটে খেলেছে। চলতি বছরের শুরুতে (ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের) ফাইনালে পরস্পর পরস্পরকে মোকবেলা করেছে। তবে আমি এটি বলছি না যে অন্যদের জন্য এই চেঞ্জিং রুম নতুন।’

স্টার্ক বলেন,‘ এটি (ফাইনাল) একটি বিশাল আয়োজনে পরিণত হতে যাচ্ছে। সেখানকার আলাদা পরিবেশ এবং  দুই দলের জন্যই যে ভিন্ন ধরনের চাপ অপেক্ষা করছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। আমার মনে হয় সেখানে ক্রিকেটের একটি মনোরম দৃশ্যের অবতারনা ঘটতে যাচ্ছে।’

বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে টুর্নামেন্টের দশ ম্যাচের সবকটিতেই শতভাগ জয় নিশ্চিত করেছে রোহিত শর্মার ভারত। এখন তৃতীয়বারের মতো শিরোপা জয়ের অন্যতম ফেভারিট ভারত। আর সেটি হলে ২০১১ সালের পর ঘরের মাঠে দ্বিতীয় শিরোপা নিশ্চিত হবে ভারতের।

অজি তারকা বলেন,‘ টুর্নামেন্টে তারা (ভারত) এখনো পর্যন্ত বেশ ভালো অবস্থায় রয়েছে এবং আমরা দুই দল ফাইনালে উঠেছি। বিশ্বকাপের ব্যাপারটা এমনই। টুর্নামেন্টের প্রথম ম্যাচেও তাদের পেয়েছিলাম। এখন শেষ ম্যাচেও তাদের মোকাবেলা করব। দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়ী হয়।’

ভারতের কাছে পরাজয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছির অস্ট্রেলিয়া। পরের ম্যাচে হেরে যায় দক্ষিন আফ্রিকার কাছে। এরপর অবশ্য গ্রুপ পর্বের টানা সাত ম্যাচে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। চেন্নাইয়ে ভরাতের কাছে ৬ উইকেটে হেরেছিল অস্ট্রেলিয়া। লক্ষেèৗয়ে দক্ষিন আফ্রিকার কাছে হেরেছে ১৩৪ রানের বিশাল ব্যবধানে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − 10 =