ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পী এ আর রহমান

উপমহাদেশের সিনেমায় গান গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। বলা হয় সিনেমার ব্যবসায়িক সফলতার সঙ্গে এখানে গানের যোগসূত্র রয়েছে। বলিউডে প্লেব্যাক নিয়ে বেশ চর্চা হয়। সেখানে অনেক সংগীতশিল্পীর পারিশ্রমিক অভিনেতা অভিনেত্রীদের থেকেও বেশি। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া সংগীতশিল্পী এ আর রহমান। প্রতিবেদন অনুসারে একটি গানের জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নেন অস্কারজয়ী এ সংগীত পরিচালক।

ভারতের প্রথমসারির সংগীতশিল্পীরা প্রতিটি গানের জন্য সাধারণত পাঁচ থেকে ১০ লাখ বা ২০ লাখ রুপি পর্যন্ত নিয়ে থাকেন। কিন্তু, এ আর রহমানের তিন কোটিটা যেন অবিশ্বাস্য! প্রতিবেদনে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ২৫ লাখ রুপির কম কখনই নেন না এ আর রহমান। এমনকি গান প্রতি পাঁচ কোটি রুপিও দাবি করেন তিনি।

কোনও ইভেন্ট বা কনসার্টের জন্য এ আর রহমান নিয়ে থাকেন এক কোটি রুপি। এ আর রহমানের পর পারিশ্রমিকে দ্বিতীয় স্থানে আছেন শ্রেয়া ঘোষাল। তিনি প্রতিটি গানের জন্য পারিশ্রমিক নেন ২৫ লাখ রুপি। সুনিধি চৌহান ও অরিজিৎ সিং রয়েছেন শ্রেয়ার পরবর্তী স্থানে। গান পিছু তাঁদের পারিশ্রমিক প্রায় ২০ থেকে ২২ লাখ রুপি।

এ ছাড়া ভারতীয় সংগীতের অন্যান্য তারকাদের মধ্যে সোনু নিগম ও বাদশা প্রতি গানের জন্য পারিশ্রমিক নেন ১৮ থেকে ২০ লাখ রুপি। সর্বোচ্চ পারিশ্রমিকের বিচারে তালিকায় আরও নাম রয়েছে—শান, নেহা কক্কর, মিকা সিং ও হানি সিংদের। তাঁদের গান পিছু আয় ১০ লাখ রুপি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 − three =