ভালোবাসা দিবসে বিয়ে করলেন স্পর্শিয়া

এবারের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, আবার পহেলা ফাল্গুন। এই রঙিন, প্রেমময় দিবসকে নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিনে রূপান্তর করে নিলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিয়ে করেছেন তিনি।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে হয়েছে স্পর্শিয়ার বিয়ের আনুষ্ঠানিকতা। খবরটি তিনি নিজেই নিশ্চিত করেছেন। জানালেন, তার বরের নাম সৈয়দ রিফাত নওঈদ হোসেন। চট্টগ্রামের এই যুবক কাজ করছেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয়েছে তাদের বিয়ে।

এর আগে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সম্পন্ন হয় স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান। সেটাও আয়োজিত হয়েছিল সমুদ্র সৈকতে। মূলত সমুদ্র ও পাহাড়ের প্রতি অসামান্য ভালোবাসার কারণেই বিয়ের জন্য এরকম ভেন্যু বেছে নিয়েছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই সবসময় ইচ্ছে ছিল, এমন জায়গায় বিয়ে করব, যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছাকে প্রাধ্যান্য দিয়েছেন।’

স্পর্শিয়া জানান, মূলত পারিবারিক পছন্দেই বিয়েটা করেছেন তিনি। দেখা-সাক্ষাতের পর নাওঈদকে তারও পছন্দ হয়েছে। অভিনেত্রীর মতে, ‘আমি আগেই বলেছি, বিয়েটা আম্মুর পছন্দেই করবো। এ ছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি, তাই রাজি হয়েছি। সে-ও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে।’

এক যুগ আগে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে শোবিজ যাত্রা শুরু হয় স্পর্শিয়ার। এরপর নাটক ও সিনেমায় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তাকে দেখা গেছে ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’ ইত্যাদি সিনেমায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + 16 =