ভুল তথ্য ও গুজব ছড়ালে জবাবদিহিতায় আনা হবে: আরাফাত

ঢাকা, ২০ জানুয়ারী, ২০২৪ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আজ বলেছেন, সরকার ভুল তথ্য ও গুজব রটনাকারিদের জবাবদিহিতার আওতায় আনতে একটি কাঠামো তৈরির কথা  বিবেচনা করছে। তিনি তার ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে লিখেছেন, “যারা বিভ্রান্তি ও গুজব ছড়ায়, তাদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায়, তার জন্য একটি কাঠামো তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তিনি লিখেছেন, অপপ্রচার ঠেকাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয়, সে ব্যাপারে সরকার খুবই সতর্ক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − 8 =