মঞ্চনাটকে অভিনয়ে আরমীন মুসা

ছোটবেলা থেকেই গানের আবহে বড় হয়েছেন আরমীন মুসা। সংগীত নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের বার্কলি কলেজ অব মিউজিকে। সেখানে থাকতেই ২০০৮ সালে প্রকাশ করেন নিজের প্রথম অ্যালবাম ‘আয় ঘুম ভাঙাই’। দেশে ফিরে সংগীতকে আরও ভালোভাবে আঁকড়ে ধরেছেন, তৈরি করেছেন গানের দল ‘ঘাসফড়িং কয়্যার’। গেয়েছেন কলকাতার ‘ভূত চতুর্দশী’ সিনেমায়ও। এ ছাড়া গত বছর গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকায় জায়গা পাওয়া ‘সুরুওয়াত’ অ্যালবামেও ছিল তাঁর গাওয়া ‘জাগো পিয়া’ গানটি। সর্বশেষ এ সংগীতশিল্পীকে দেখা গেছে কোক স্টুডিও বাংলার ‘দেওরা’ গানে পারফর্ম করতে। নতুন খবর হলো, আরমীন মুসাকে এবার দেখা যাবে মঞ্চনাটকে।

নীলিমা ইব্রাহিমের লেখা ‘আমি বীরাঙ্গনা বলছি’ বই অবলম্বনে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল স্পর্ধা। নির্দেশনা দিচ্ছেন সৈয়দ জামিল আহমেদ। বর্তমানে নাটকটির মহড়া চলছে। এ নাটকে সংগীত পরিচালনা করবেন আরমীন মুসা ও তাঁর দল ঘাসফড়িং কয়্যার। জানা গেছে, সংগীত পরিচালনার পাশাপাশি এ নাটকে অভিনয়ও করার কথা তাঁর। এ বিষয়ে জানতে আরমীন মুসার সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাননি তিনি। তবে মঞ্চে অভিনয়ের ব্যাপারটি অস্বীকার করেননি। আরমীন বলেন, ‘আনুষ্ঠানিক ঘোষণার আগে এ বিষয়ে কিছু বলতে পারব না।’

স্পর্ধা নাট্যদলের সুস্মিতা বলেন, ‘নাটকটিতে কারা অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন তা এখন বলা যাবে না। এ ব্যাপারে সৈয়দ জামিল আহমেদ স্যারের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। তবে এটুকু বলতে পারি, এখানে ৯ জন অভিনয়শিল্পী রয়েছেন। যার মধ্যে ৭ জন নারী ও ২ জন পুরুষ। ১৫ জুন সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’

১৬ জুন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। একই মঞ্চে টানা ১৫ দিনে নাটকটির ২১টি প্রদর্শনী করবে নাট্যদল স্পর্ধা। নির্দেশনার পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং সংগীত নির্বাচন করেছেন সৈয়দ জামিল আহমেদ। ড্রামাটার্গ ও পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সহকারী নির্দেশনায় এম এস রানা, সংগীতে থাকছেন আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 + 4 =