মঞ্চে নাচ নিয়ে ফিরলেন শখ

২৪ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন শখ। দুই মাস পার করেই আবারও পুরনো রূপে মঞ্চে ফিরলেন নাচ নিয়ে। শনিবার নারায়ণগঞ্জ ক্লাবের একটি অনুষ্ঠানে নেচেছেন তিনি।এতে জুটি হিসেবে ছিলেন নৃত্যশিল্পী সোহেল রহমান। রবিবার সন্ধ্যায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর একটি অনুষ্ঠানেও নাচবেন তারা।

সোহেল রহমান বলেন, ‘আমার সঙ্গে জুটি বেঁধে আগেও কাজ করেছে শখ। অন্তঃসত্ত্বা হওয়ায় সে বিরতি নিয়েছিল। আবারও নাচে ফিরলো সে।’শখের নৃত্যুগুরুদের একজন সোহেল রহমান। জাতীয় পর্যায়ের নানা অনুষ্ঠানে তারা জুটি বেঁধে সামনে এসেছেন। আগামী ১৭ ডিসেম্বর রাষ্ট্রীয় একটি আয়োজনে সংসদ ভবনে আবারও তাদের একসঙ্গে পাওয়া যাবে বলে জানালেন সোহেল রহমান।

গত সেপ্টেম্বরে প্রথম জানা যায়, মা হচ্ছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। সামনে আসে গর্ভবতী শখের সাধ অনুষ্ঠানের ছবি। যেখানে তাকে চিনতে বেশ বেগ পেতে হয়েছিল দর্শকদের। ছবিটি হয়েছে ভাইরাল।

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর আজগর আলী হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শখ। মেয়ের নাম রেখেছেন আলিফ রহমান। শখের স্বামীও একসময়ে মডেলিংয়ে যুক্ত ছিলেন। তার নাম রহমান জন।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 1 =