নাদিয়া আফরিন মিম, বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী। লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০১৪ গ্র্যান্ড ফাইনালের বিজয়ী তিনি। এরপর শোবিজে নাম উঠিয়ে করেছেন একাধিক নাটকে অভিনয়। ১২ অক্টোবর ১৯৯৬ সালে নাদিয়া ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন । উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে কৃতকার্য হয়ে পরবর্তিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স করেন তিন।
নাদিয়ার উল্লেখযোগ্য নাটকগুলো মানুষ হতে সাবধান, দুষ্ট ছেলের দল, লাইফ ইজ বিউটিফুল, ব্যাচেলর পয়েন্ট, আধুনিক ছেলে, সুদ্ধ মোখলেছ, বিয়ে বিড়ম্বনা। তিনি বোম্বে সুইটসের জুসি, প্রাণ মি. নুডলস, সেফলি টিসহ বেশ কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপনেও কাজ করেছেন।
২০১৬ সালের ২৮ এপ্রিল বহুজাতিক কোম্পানির কর্মকর্তা সাফায়াত আলী চয়নের সঙ্গে বিয়ে হয় নাদিয়া মিমের। কিন্তু পারস্পরিক মতভেদের কারণে ২০১৮ সালের মে মাসের শেষদিকে এই দম্পতির মাঝে বিচ্ছেদ ঘটে।