মডেল ও অভিনেত্রী মোনালিসার জন্মদিন আজ

মোজেজা আশরাফ মোনালিসা- দেশের মডেলিং জগতের বিস্ময়কর এক নাম। যিনি কেবলমাত্র তার হাসির জন্য এখনো বিখ্যাত। মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকে যখন শীর্ষ অভিনেত্রীর কাতারে নিজেকে নিয়ে যান, ঠিক তখনই ভক্তদের বিস্ময়ে ডুবিয়ে বিয়ে করে আমেরিকায় চলে যান এই তারকা। যদিও আমেরিকা গিয়ে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি। নানা ঝড়ের মুখোমুখি পড়তে হয়েছে তাকে। দাম্পত্য জীবনেও বড় একটা ধাক্কা খান এই মডেল অভিনেত্রী। সুদূর আমেরিকাতে বসেও মোনালিসা এখনো অনুভব করেন এক সময়ের সেই দর্শকপ্রিয়তা এবং সেসব হাসিমাখা দিনগুলোর কথা। আর দর্শক ভক্তদের ভাবনা মাথায় রেখেই মাঝে-মধ্যে মোনালিসা দেশে আসেন নতুন নতুন বিজ্ঞাপন ও নাটকে কাজ করতে।

আজ এই মডেল অভিনেত্রীর জন্মদিন। নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মোনালিসা জানান, ‘সত্যি কথা বলতে, বিদেশে থাকলেও আমার মন পড়ে থাকে বাংলাদেশে। আর জন্মদিনে বাংলাদেশের কথা আরও বেশি মনে পড়ে। দেশে থাকলে আসলে জন্মদিনের আনন্দটা বেশি উপভোগ করা যায়। খুব কাছের কিছু মানুষের সঙ্গে সুন্দর সময় কাটে। কিন্তু এখানেতো আসলে সবাই যার যার কাজে ব্যস্ত। এরপরও কাছের যারা এখানে আছেন, তারা দিনটিকে উপভোগ্য করে তোলার চেষ্টা করেন, আমাকে আশীর্বাদ করেন, দোয়া করেন- এটা ভালো লাগার। তবে দিনটিতে দেশ, দেশের মানুষ, আত্মীয়স্বজন, সর্বোপরি পরিবারকে ভীষণভাবে মিস করি। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, আলস্নাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 4 =