মরণোত্তর দেহদানের অঙ্গীকার কবীর সুমনের

মৃত্যুর পর নিজের দেহ দান করার অঙ্গীকার করলেন কবীর সুমন। বুধবার সন্ধ্যায় মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে সই করার পরেই সেই ছবি ফেসবুকে জানান এই ‘গানওয়ালা’।

জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী। চিকিৎসার জন্য দিন কয়েক হাসপাতালে থাকতেও হয়েছিল তাকে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। এ বারের পুজোয় মুক্তি পাচ্ছে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’। দেব অধিকারী প্রযোজিত এই ছবির সুরকার কবীর সুমন।

সম্প্রতি লাইভ সম্প্রচারে দেব এবং ছবির রাজামশাই শাশ্বত চট্টোপাধ্যায় যৌথ ভাবে জানিয়েছেন, কবীর সুমনের সঙ্গীত পরিচালনার কথা। এই ছবির অহঙ্কার কবীর সুমন। যার সুরে বাঁধা গান শ্রোতাদের পৌঁছে দেবে রূপকথার জগতে। এত দিন তিনি অসংখ্য জনপ্রিয় গান, গানের সুর উপহার দিয়েছেন তার অনুরাগী শ্রোতাদের।

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 + 18 =