মস্কো উৎসবে বাংলাদেশের ‘নির্বাণ’

গত দুই বছরের মতো এ বছরেও মস্কো চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশের সিনেমা। ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে আসিফ ইসলামের ‘নির্বাণ’। গত মঙ্গলবার উৎসবের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাণের অন্তর্ভুক্তি বিষয়টি নিশ্চিত করা হয়।

নির্মাতা আসিফ বলেন, ‘কয়েক দিন আগেই উৎসব কর্তৃপক্ষের মেইল পেয়েছি। তারা প্রতিযোগিতার জন্য আমার সিনেমাটি চূড়ান্ত করেছেন। সর্বশেষ একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে উৎসব কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।’

নির্বাণের গল্প প্রসঙ্গে আসিফ বলেন, ‘সিনেমাটি মানবিক আবেগের একটি কাব্যিক অন্বেষণ। শান্তির খোঁজে বের হওয়া তিন ব্যক্তির একটি অসাধারণ যাত্রা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ম অর্চি, ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথির প্রমুখ।’

মস্কো উৎসবের ৪৬তম এ আয়োজন শুরু হবে ১৯ এপ্রিল, চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। উৎসবে যোগ দিতে ১৮ এপ্রিল মস্কোর উদ্দেশে রওনা দেবেন নির্মাতা আসিফ ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে উপস্থিত থাকবেন তিনি। মস্কোতে যাওয়ার কথা রয়েছে সিনেমার অভিনেত্রী প্রিয়ম অর্চির।

বাংলাদেশের নির্বাণ ছাড়াও প্রতিযোগিতা বিভাগে থাকছে রাশিয়া, জার্মানি, ইরান, রোমানিয়াসহ বিভিন্ন দেশের আরও ১০টি সিনেমা। ২০২২ সালে মস্কো উৎসবে প্রদর্শিত হয়ে পুরস্কার জিতেছিল যুবরাজ শামীমের ‘আদিম’। গত বছর একই বিভাগে প্রতিযোগিতা করেছিল নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 + fourteen =