মামুনুর রশীদকে নিয়ে সমালোচনার জবাব ডিরেক্টর গিল্ড ও অভিনয় শিল্পী সংঘের

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যের কারণে বেশ সমালোচনার মুখে পড়েন দেশের নাট্যজন ও অভিনেতা মামুনুর রশীদ। সংস্কৃতি অঙ্গনেরই অনেকে তাকে নিয়ে সমালোচনা করেন। এবার এবিষয়ে প্রতিবাদ জানাল ছোটপর্দার দুই সংগঠন ডিরেক্টর গিল্ড ও অভিনয় শিল্পী সংঘ। বৃহস্পতিবার দুপুরে ডিরেক্টর গিল্ডের পক্ষ থেকে ফেসবুক পেজে একটি বিবৃতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ‘প্রণতি অগ্রজ সুবোধ আপনার সাথে’। তারপর বিবৃতিতে লেখা আছে, সংস্কৃতির বাতিঘর মামুনুর রশীদ যে রুচির দুর্ভিক্ষের কথা বলেছেন তা যে কতটা প্রকট এবং কতটা ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে তা বুঝতেই পারা যেতোনা সোস্যাল মিডিয়ায় আমাদের সংস্কৃতির বাতিঘরকে হেয় করবার যে রুচিহীন উল্লাস চলছে তা না দেখলে। বোঝাই যেতোনা আমরা কী পরিমাণ রুচির দুর্ভিক্ষের মধ্যে নিমজ্জিত আছি!’

বিবৃতিতে আরও লেখা আছে, ‌‘দীর্ঘ ছয় দশক ধরে আমাদের সংস্কৃতি চর্চায় নিবেদিত ও পরীক্ষিত লড়াকু মানুষ শ্রদ্ধেয় মামুনুর রশীদকে হেয় করবার প্রচেষ্টার মধ্যে দিয়ে এটা পরিস্কার যে সুস্থ বাঙালি সংস্কৃতিচর্চা ও বিকাশে সারা দেশের সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সুস্থ সাংস্কৃতিক বোধসম্পন্ন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানবিক বোধ সম্পন্ন সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলবার সংস্কৃতিকর্মীদের যে লড়াই চলছে, সেই দীর্ঘ দিনের লড়াই এবং লক্ষ্যকে ব্যাহত করবার সুপরিকল্পিত অপপ্রচার ও অপচেষ্টা এটা।’

এছাড়া বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে গতকাল (২৯ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে একটি বিবৃতি পোস্ট করেন সংগঠনের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম। তিনি লিখেছেন, “সাম্প্রতিক সময়ে আমাদের অগ্রজ নাট্যজন, একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমাদের সবার প্রিয় শ্রদ্ধার ভালোবাসার অভিনয়শিল্পী, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা মামুনুর রশীদ একটি সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ের আমাদের দেশের শিল্প-সাহিত্য, রাজনীতি, সমাজনীতি ও অর্থনীতিসহ নানান বিষয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে আমাদের শিল্প-সাহিত্য নাটক ও চলচ্চিত্রে সাম্প্রতিক রুচির যে অবনমন, যে ধরনের বিষয়বস্তু প্রাধান্য পাচ্ছে ও আলোচিত হচ্ছে তা নিয়ে তিনি শংকিত হয়ে বলেছেন, ‘আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে….।’ উদাহরণ হিসেবে প্রতীকী অর্থে একটি নাম বলেছেন। তিনি কোনোভাবেই কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেননি বলেই আমরা বিশ্বাস করি।”

আহসান হাবিব নাসিম আরও লেখেন, “বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে একজন মামুনুর রশীদের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে। একটি বিশেষ সম্প্রদায় মামুনুর রশীদের বলা একটি শব্দ, লাইনকে ব্যবহার করে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষ ছড়াচ্ছে, বিভাজন তৈরি করছে, তা ভীষণ নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য। যে বা যারা এই কাজটি করছেন, তারাই শিল্প ও সংস্কৃতির প্রধান শত্রু। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মামুনুর রশীদের সঙ্গে একমত। রুচি ও মূল্যবোধের ভীষণ অবক্ষয় চলছে। অদ্ভুত আঁধার এক পৃথিবীতে আজ!”

সংগঠনটির সদস্য-নেতাদের অনেকেই একই বিবৃতি পোস্ট করেছেন।

ইউএনবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − seventeen =