মার্কিন কৌতুকশিল্পী জেরি সাইনফেল্ডের জন্মদিন আজ

জেরোম অ্যালেন সাইনফেল্ড সংক্ষেপে জেরি সাইনফেল্ডের জন্ম ২৯শে এপ্রিল, ১৯৫৪ সালে। তিনি একজন মার্কিন মঞ্চ-কৌতুকশিল্পী, অভিনেতা, লেখক, প্রযোজক এবং পরিচালক।

জেরি সাইনফেল্ড মার্কিন টেলিভিশনের ধারাবাহিক নাটক সাইনফেল্ড-এ স্বনামী চরিত্রে (সাইনফেল্ড) অভিনয় করার জন্য বিখ্যাত। তিনি নিজেই ল্যারি ডেভিডের সাথে মিলে ধারাবাহিকটি সৃষ্টি ও রচনা করেন। এছাড়া তিনি বি মুভি নামের অ্যানিমেশন চলচ্চিত্রটি নির্মাণে ও সেটিতে কন্ঠ-অভিনেতা হিসেবে ব্যাপক অবদান রাখেন। কমিডিয়ানস ইন কার গেটিং কফি নামক ওয়েবভিত্তিক আলাপচারিতামূলক ধারাবাহিক অনুষ্ঠানের স্রষ্টা ও উপস্থাপক।

২০০৫ সালে মার্কিন বেসরকারী টেলিভিশন চ্যানেল কমেডি সেন্ট্রাল সাইনফেল্ডকে “সর্বকালের দ্বাদশ শ্রেষ্ঠ মঞ্চ কৌতুকশিল্পী” আখ্যা দেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 − one =