মার্চে মুক্তি পেতে ‘সাহস’, পোস্টার প্রকাশ

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সাজ্জাদ খান পরিচালিত আলোচিত সিনেমা ‘সাহস’। মার্চে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক।মুক্তিকে সামনে রেখে সোমবার (০৭ ফেব্রুয়ারি) প্রকাশ পেয়েছে সিনেমাটির একটি পোস্টার। এতে সাহসী চরিত্রে ধরা দিয়েছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। পোস্টারটিতে ন্যায়বিচার পাওয়ার জন্য একজন নারীর সংগ্রামের গল্পের ইঙ্গিত দেখা গেছে।

সাজ্জাদ খান বলেন, ‘সাহস’ নিয়ে তো অনেক সংগ্রাম করতে হলো, এবার মুক্তির পালা। মার্চের যে কোনো একটি ভালো দিনে সিনেমাটি মুক্তি দিতে চাই, তবে এখনো তারিখ ঠিক করিনি। তাই পোস্টার প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করলাম।

সিনেমাটিতে নাজিয়া হক অর্ষার বিপরীতে দেখা যাবে মোস্তাফিজুর নূর ইমরানকে। ২০২০ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বাগেরহাটে ‘সাহস’র শুটিং সম্পন্ন হয়।

২০২১ সালে সেন্সরে ‘সাহস’ জমা দেওয়া হলে ওই বছরের ১৪ জনু সেন্সর বোর্ড এটিকে নিষিদ্ধ করে। পরবর্তীতে ফের নতুন করে সিনেমাটি জমা দেওয়া হলেন সামান্য সংশোধন সাপেক্ষে একই বছর ৬ সেপ্টেম্বর ছাড়পত্র পায় ‘সাহস’।

বাংলানিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × four =