মার্ডার মিস্ট্রি ‘কালপুরুষ’ মুক্তি পাচ্ছে আজ

ফারিয়া নামের এক তরুণীকে গলা কেটে খুন করা হয়। খুনের রহস্য উদ্‌ঘাটনে নামে পুলিশ। এর মধ্যে পুলিশের কাস্টডিতে আসে রহস্যময় এক মানুষ। নাম শেহজাদ চৌধুরী। তার জন্ম, স্কুল, কলেজ—কিছুই খুঁজে পায় না পুলিশ। একদম হাওয়া থেকে যেন উড়ে এসেছে সে। এর মধ্যে এক ব্যক্তি জানায়, প্রায় ৫০ বছর আগে শেহজাদকে  দেখেছিল সে। সে সময় একই রকম দেখতে ছিল। তাহলে কি অতীত থেকে ফিরে এসেছে লোকটি? ফারিয়ার খুনের সঙ্গেই-বা তার কী সম্পর্ক? এমন রহস্যমাখা এক গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ কালপুরুষ। সায়েন্স ফিকশন ঘরানার সিরিজটি বানিয়েছেন সালজার রহমান। আজ ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।

শেহজাদ চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। পুলিশ অফিসার চরিত্রে এফ এস নাঈম। আরও আছেন তানজিকা আমিন, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, প্রিয়ন্তী উর্বি, সুষমা সরকার, রেজওয়ান পারভেজ, জান্নাতুল মাওয়া লাজুক প্রমুখ।

চঞ্চল চৌধুরী বলেন, ‘কালপুরুষের গল্প ও আমার চরিত্র দুটোই ইউনিক। আমাদের এখানে এমন জনরার কাজ খুব কম হয়। পরিচালক সালজার ও সহশিল্পীরা প্রত্যেকেই তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এখন অপেক্ষা দর্শকদের প্রতিক্রিয়া জানার।’

এই সিরিজে অভিনয়ের জন্য ব্যাপক শারীরিক পরিবর্তন এনেছেন এফ এস নাঈম। ওজন বাড়িয়েছেন প্রায় ৩৫ কেজি। পুলিশ অফিসার মিরাজ চরিত্রের জন্য এক বছর ধরে নিজেকে তৈরি করেছেন তিনি। নাঈম বলেন, ‘আসলে মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমায় সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যই নিজেকে তৈরি করেছিলাম। প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। আর এটা শুধু বডি ট্রান্সফরমেশন নয়, এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল আমার জন্য।’

পরিচালনার পাশাপাশি সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সালজার রহমান। তিনি বলেন, ‘সিরিজটি মার্ডার মিস্ট্রি হলেও একদম ভিন্ন রকমের উপস্থাপন দেখা যাবে। একটা খুনের রহস্যের সমাধান করতে গিয়ে অনেক কিছুই ঘটতে থাকে। সেই ঘটনাগুলো ধরে এগোতে থাকে সিরিজের গল্প।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 18 =