মালদ্বীপের সাগরপাড়ে বিদ্যা সিনহা মিম

বিদ্যা সিনহা মিম অবসরে ছুটি কাটাতে প্রায়ই প্রকৃতির মাঝে ছুটে যান তিনি। এবার মালদ্বীপের সাগরপাড়ে আবেদনময়ী রূপে ভক্তদের চমকে দিলেন মিম। গত দুই দিন ধরে মিম মালদ্বীপে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। সমুদ্রসৈকতের প্রশান্তময় ও মিমের উষ্ঞতায় ভরা ছবি ভক্তমহলে বেশ সাড়া ফেলেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) শেয়ার করা ছবিতে বেশ আবেদনময়ী ভঙ্গিতে দেখা যায় অভিনেত্রীকে। একটি ছবিতে দেখা যায়, সমুদ্রের পাড়ে বালির ওপর সাদা রঙের ব্রালেট ও প্যান্ট পরে শুয়ে আছেন। অন্য ছবিতে দেখা যায় সমুদ্রের দিকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে মিম।

ছবিগুলো শেয়ার করার কিছুক্ষণ পরেই আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি যেখানে সমুদ্রের প্রতি তার গভীর ভালোবাসা ফুটে ওঠে। ভিডিওতে দেখা যায়, সমুদ্রের ধারে কাঠের বেঞ্চে বসে আছেন ভ্রমণকন্যা মিম সাথে উপভোগ করছেন সমুদ্রের পাড়ে আচঁড়ে পড়া ঢেউয়ের শব্দ।

পোস্টে তিনি লেখেন, ‘সমুদ্র আমাকে শেখায় কীভাবে ভাঙতে হয় আবার জোড়া লাগতে হয়। কীভাবে গভীর অবস্থায় শান্ত থাকা যায়।’ সমুদ্রের ঢেউ এর সাথে জীবনের তুলনা করে লেখেন, ‘কিছু দুঃখ ঢেউ হয়ে আসে আর কিছু স্মৃতি বালিতে মিলিয়ে যায়। সেই সাথে আমি বুঝে নিই কোনো কিছুর শেষ নেই, শুধু রূপ বদলায়।’

ভিডিওর দৃশ্যসহ মিমের পোস্টটি মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। এক ভক্ত লেখেন, ‘কি অপূর্ব দৃশ্য চোখ জুড়িয়ে যাওয়ার মতো।‘ আরেকজন লেখেন, ‘সুন্দর উপলব্ধি।’

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) লাল রঙের ব্যাকলেস গাউনে লাস্যময়ী রূপে দেখা যায় তাকে। সমুদ্রের নীলের সঙ্গে তার লাল গাউনের ছবিটি ফুটিয়ে তুলেছে এক ভিন্ন আভা।

মিম সম্প্রতি আরিফিন শুভর বিপরীতে একটি নতুন সিনেমার শ্যুটিং করছে। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight − seven =