মাসরুর আরেফিন এবিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন আগামী দুবছরের জন্য এ পদে নির্বাচিত হয়েছেন। খবর বিডিনিউজ

সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের নেতৃত্বে এবিবির নতুন কমিটির সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী।

সম্প্রতি এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নতুন নেতৃত্ব নির্বাচন হয়। তারা ২০২৬-২৭ মেয়াদে সংগঠনের দায়িত্ব সামলাবেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জুন মাসের মাঝামাঝি সময়ে এবিবির তখনকার চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। তখন মাসরুর আরেফিনকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দায়িত্ব দিয়ে বলা হয়, তিনি এজিএম পর্যন্ত এ দায়িত্ব সামলাবেন। এজিএমে তিনিই নির্বাচিত হওয়ায় এবার দুই বছরের জন্য চেয়ারম্যানের ভার পেলেন।

নতুন কমিটির তিনজন ভাইস চেয়ারম্যান হলেন–প্রাইম ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশীদ; পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদ।

এছাড়া এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান কমিটির ট্রেজারার এবং যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এসব পদাধিকারীদের পাশাপাশি এজিএমে আরও ১২ জন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্নর্সের সদস্য নির্বাচিত করা হয়েছে।

নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন গত সাত বছর ধরে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং খাতে তার তিন দশকের অভিজ্ঞতা।

নতুন সেক্রেটারি জেনারেল আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে যোগ দেন এবং জুলাই ২০২৪ থেকে ট্রাস্ট ব্যাংকের এমডি পদে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × one =