মাসুদ রানা সিরিজের নতুন সিনেমা

গোয়েন্দা সিরিজ মাসুদ রানার ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে জাজ মাল্টিমিডিয়া তৈরি করেছিল ‘এম আর নাইন: ডু অর ডাই’ সিনেমা। গত বছরের ২৫ আগস্ট মুক্তি পেয়েছিল এটি। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেন এ বি এম সুমন। আবারও পর্দায় মাসুদ রানাকে আনতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ গতকাল জানিয়েছেন, কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ অবলম্বনে তৈরি হবে পরবর্তী সিনেমা।

‘চিতা’ নামের এ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আব্দুল আজিজ। তবে কে পরিচালনা করবেন এবং মাসুদ রানার ভূমিকায় কে থাকবেন, তা প্রকাশ করেননি। প্রযোজক জানিয়েছেন, ২৮ জানুয়ারি মহরতের মাধ্যমে পরিচালক ও অভিনেতার নাম ঘোষণা করা হবে। বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে মার্চ ও এপ্রিলজুড়ে চিতার শুটিং হবে। বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি হবে সিনেমাটি। মুক্তি দেওয়া হবে বিশ্বের ৩০টির বেশি দেশে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty − 7 =