মাহফুজ-বুবলী জুটির সিনেমা ‘প্রহেলিকা’ আসছে

ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী ও অভিনেতা মাহফুজ আহমেদ জুটি বাঁধলেন।নির্মাতা চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’ নামে নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন তারা; এটিই এ জুটির প্রথম কোনো সিনেমা।চয়নিকা জানান, আসছে ১ জুন থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু করার পরিকল্পনা করেছেন তিনি।

চয়নিকা চৌধুরী জানান“মাহফুজ আহমেদ এখন অস্ট্রেলিয়ায় আছেন; ঈদের পর ঢাকায় ফিরবেন। তিনি ফিরলেই বুবলীসহ সিনেমার অন্যান্য শিল্পীদের নিয়ে মহড়ার আয়োজন করব।তার আগে ১৩ এপ্রিল আরও কয়েকজন তারকা অভিনয়শিল্পী সিনেমায় যুক্ত হবেন।”

সিনেমার গল্প নিয়ে চয়নিকা জানান, প্রহেলিকা অর্থ ধাঁধা। এটি মূলত দু’জনের সম্পর্কের গল্প; যা গোলকধাঁধায় ভরা।সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার।

এক ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, “দারুণ একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। টিমের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।”

বিডিনিউজ

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 × 5 =