মাহির ‘লাইভ’ মুক্তি পাচ্ছে ৯ সেপ্টেম্বর

‘লাইভ’ সিনেমাটি  মুক্তির প্রস্তুতি নিচ্ছে। আগামী ৯ সেপ্টেম্বর এটি পর্দায় আসবে। শুক্রবার (১৯ আগস্ট) এসেছে টিজার। ২০২১ সালের শুরুর দিকে শুটিং হয়েছিল ছবিটির। করোনার মধ্যে অনেকটা নীরবেই এর কাজ হয়।

ছবিটিতে প্রথমবারের মতো তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এতে তার সঙ্গে আছেন সাইমন সাদিক, আদর আজাদ ও খাইরুল বাশার। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমার গল্প সাইকো থ্রিলার ধরনের।

সিনেমাটি নিয়ে সাইমন সাদিক বলেন, ‌‌‘গত বছর একই সময়েই শাপলা মিডিয়ার তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হই আমি। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা ছবিতে রাখা হয়েছে।’

টিজারে দেখা যায়, একটি খুনের দায়ে ফেঁসে গেছেন মাহিয়া মাহি। তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সাইমন সাদিক। ছবিতে আরও আছেন শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − 8 =