মা-হারা দুই সন্তানের দায়িত্ব নিতে চান পরীমনি

শোবিজ অঙ্গনের তারকাদের মানবিক কাজে এগিয়ে আসা নতুন কিছু নয়। সংকটকালীন মুহূর্ত বা যেকোনো বিপদে মানুষের কান্না ছুঁয়ে যায় তারকাদের হৃদয়ও। এমনই এক ঘটনায় এগিয়ে এলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। মা-হারা দুই সন্তানের লালন-পালনের দায়িত্ব নিতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি একটি খবর সবার নজরে এসেছে। মা-হারা দুই অবুঝ শিশু মরিয়ম ও নূরকে ঘরে তালাবন্দি করে জীবিকা নির্বাহের জন্য বাবা রনি সিকদার ফিরোজ রিকশা চালান। শিশুদের দেখার কেউ নেই। পিপাসা লাগলে শিশু দুটি জানালা দিয়ে বাইরে কাউকে ডেকে বলে, পানি খাব। এমন অসহায় অবস্থায় তাদের বাবা ফিরোজকে আর্থিক সহায়তা করেছেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এরপর সহৃদয়বান এক ব্যক্তি উপহার দিয়েছেন চার্জার রিকশা।

এবার এই শিশু দুটিকে সহায়তার জন্য এগিয়ে এলেন পরীমনি। গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কনটেন্ট নির্মাতা সাব্বির খানের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান এই অভিনেত্রী।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাব্বির খান ও পরীমনির ব্যক্তিগত সহকারী দিপু। তবে কীভাবে সাহায্য করবেন, তা রিকশাচালক রনি সিকদার ফিরোজের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তারা।

সাব্বির খান বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে চিত্রনায়িকা পরীমনি রিকশাচালক ফিরোজকে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। মূলত তার দুই সন্তান মরিয়ম ও নূরকে তার ছেলে রাজ্যর সঙ্গে লালন-পালন করতে ইচ্ছা পোষণ করেছেন।’

সাব্বির বলেন, ‘পরীমনি ছোটবেলায় তার মাকে হারিয়েছিলেন, সেই স্মৃতিচারণাও করেন। তিনি বলেছেন, শিশু দুটিকে তালাবদ্ধ করে রেখে যাওয়ার প্রতিবেদনটি দেখার পর রাতে তার ঘুম হয়নি। খুবই মর্মস্পর্শী ঘটনা। এ জন্য তিনি চাইছেন অসহায় এই পরিবারটিকে সাহায্য করতে। সে জন্য প্রথমে রিকশাচালক ফিরোজের সঙ্গে কথা বলতে চান। আলাপ করে ফিরোজের যেটা সুবিধা হবে সেভাবে সাহায্য করতে আগ্রহী তিনি।’

অবুঝ দুই শিশু মরিয়ম ও নূর বরিশাল সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ড পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন স্কুল সড়কের মোহাম্মদিয়া মসজিদসংলগ্ন একটি ভাড়া বাসার এক কক্ষে মানবেতর জীবন অতিবাহিত করছে। দুজনের মুখেই স্পষ্ট কথা ফোটেনি। সাড়ে তিন বছর বয়সী মরিয়ম আধো আধো নিজের কথা বলতে পারলেও কথা ফোটেনি ১৮ মাস বয়সী ছোট্ট নূরের মুখে।

২০২১ সালের ৩০ ডিসেম্বর আত্মহত্যা করেন রনি সিকদার ফিরোজের স্ত্রী মারজান। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা মামলায় ৪ মাস ১৮ দিন কারাবন্দি ছিলেন ফিরোজ। পরে প্ররোচনায় সম্পৃক্ত না থাকায় তিনি খালাস পান বলে জানিয়েছেন ফিরোজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

one × one =