মিঠুনপুত্র নামাসি প্রথম ছবিতেই দৃষ্টি কাড়লেন

মিঠুন চক্রবর্তীর ছোট ছেলে নামাসি বেশ প্রতিভাবান। পর্দায় তাকে দেখতে ভাল লাগে। অনেক দৃশ্যে মিঠুনের ডিস্কো ডান্সার ছবির লুককে মনে করিয়ে দেন নামাশি। সব মিলিয়ে নামাসির প্রথম সিনেমা ‘ব্যাড বয়’ একবার দেখা যেতেই পারে। খুব একটা মন্দ লাগবে না।

প্রথম দেখাতেই প্রেম। তারপর মেয়েকে রাজি করানোর জন্য পিছনে পিছনে দৌড়। অবশেষে মেয়ে হল রাজি। শুরু হল প্রেম। কিন্তু মেয়েটির পরিবার তো কিছুতেই মানবে না এই প্রেম। কারণ, ছেলের বায়োডাটা কুকর্মে ভরপুর। ব্যস, মেয়ের বাবাকে রাজি করাতে গিয়েই কালঘাম। অবশেষে মধুরেণ সমাপয়েৎ।

হ্যাঁ, রাজকুমার সন্তোষীর ‘ব্যাড বয়’ ছবিটি একেবারেই বলিউডের ছকে বাঁধা ছবি। এই ছবিতে নতুনত্ব বলতে শুধুই নতুন নায়ক নামাসি চক্রবর্তী এবং নায়িকা আমিন কুরেসি। তবে হ্যাঁ, এই ছবির কমেডি কিন্তু বেশ এনজয় করার মতো।

এই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায় বেশ ভাল। গোটা ছবির কমেডির দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন শাশ্বত। নায়িকা আমিনের তেমন কিছু করার ছিল না। অভিনেত্রী হিসেবে বলিউডের মাঠে টিকতে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

five × 1 =