মিথিলার অমানুষ আসছে ডিসেম্বরে

চিত্রনায়িকা হিসেবে বড়পর্দায় অভিষেক ঘটছে ছোটপর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার।

ডিসেম্বরে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’ বড়পর্দার পাশাপাশি ওটিটি প্লাটফর্মেও মুক্তি পাচ্ছে বলে জানান সিনেমার পরিচালক অনন্য মামুন।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বুধবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

এ সিনেমায় নুদরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে; যিনি দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকেন।

নিজের চরিত্র নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মিথিলা বলেন, “একটা মেয়ে দেশের বাইরে থাকে; দেশে আসার পর তার সঙ্গে অদ্ভূত সব ঘটনা ঘটতে থাকে। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়। মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত ঘটনা কোন দিকে যায়-তার জন্য সিনেমাটা দেখতে হবে।”

এতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক নিরব; যাকে একজন ডাকাতের ভূমিকায় দেখা যাবে।

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বেশ কয়েকটি টালিগঞ্জের সিনেমায় কাজ করছেন মিথিলা।

টালিগঞ্জের নির্মাতা রিঙ্গো ব্যানার্জির পরিচালনায় ‘আ রিভার ইন হ্যাভেন’ ও রাজর্ষি দে’র পরিচালনায় ‘মায়া’ সিনেমার শুটিং করেছেন মিথিলা।

নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতায় থিতু হয়েছেন মিথিলা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three + twelve =