মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে ইরাবতী নদীর উপরের ৯১ বছর পুরনো ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আভা সেতু ধসে পড়েছে। মান্দালয়ে ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেতুটি ভেঙে পড়তে দেখা যায়।
সাগাইং নামে পরিচিত এই সেতুটি মিয়ানমারের মান্দালয় ও সাগাইং অঞ্চলে ইরাবতী নদীর ওপর দিয়ে চলে গেছে। মিয়ানমারের আভা ও সাগাইং অঞ্চলের সংযোগ সেতু ছিল এটি।
শুক্রবার মিয়ানমারের মান্দালয়ে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেতুটি ভেঙে পড়তে দেখা যায়।
শুক্রবার দুপুরে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি পরাঘাত অনুভূত হয়।
প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল সাগাইন শহরের কাছে হওয়ায় মান্দালয়, নেপিদো এবং অন্যান্য অঞ্চলের একাধিক ভবন ধসে পড়ে।
ভূমিকম্প থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ও উত্তরাঞ্চলীয় শহর চিয়াং মাই পর্যন্ত অনুভূত হয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ব্যাংককের চাতুচাক মার্কেটে একটি নির্মাণাধীন ভবন ধসে পড়ার দৃশ্যও দেখা গেছে।
ভূমিকম্পের কারণে ব্যাংকক স্টক এক্সচেঞ্জের লেনদেনও স্থগিত হয়ে যায়, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাবে শুক্রবারের ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মান্দালয়ের ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের ঠিক ১২ মিনিট পর সাগাইং অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী পরাঘাত অনুভূত হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
ক্ষয়ক্ষতি নিয়ে এখন পর্যন্ত মিয়ানমারের সরকার বা অন্যান্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।
দেশটিতে ক্ষমতাসীন জান্তা একাধিক অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। তবে এখন পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়নি। – বিডিনিউজ২৪.কম