বাংলা চলচ্চিত্রের শক্তিমান খল অভিনেতা মিশা সওদাগর। আটশ’র অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা।
আজকে এই খল অভিনেতার ৫৪তম জন্মদিন। ১৯৬৬ সালের ৪ জানুয়ারি পুরানো ঢাকায় মিশা সওদাগর জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ওসমান গনি ও মায়ের নাম বিলকিস রাশিদা। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।
১৯৮৬ সালে এফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় নায়ক হয়ে প্রথম অভিনয়ে আসেন। ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবির মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে। কিন্তু, পরে খলনায়কের ভূমিকায় সফল হয়েছেন এই অভিনেতা। অভিনয় জীবনের ক্যারিয়ারে টানা ৩৩ বছর ধরে অভিনয় করছেন তিনি।
অবসর কাটে সৈয়দ শামসুল হক, শামসুর রাহমান ও হুমায়ূন আহমেদের লেখা বই পড়ে। অমিতাভ বচ্চনের অভিনয় দেখে অনুপ্রেরণা পান। আর বাংলাদেশি অভিনেতাদের মধ্যে গোলাম মুস্তাফা, হুমায়ুন ফরীদি, রাজ্জাক, সালমান শাহের অভিনয় তার পছন্দ।
মিশা সওদাগর ১০ বছর প্রেম করে বিয়ে করেন। ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর প্রেমিকা মিতার সঙ্গে তার বিয়ে হয়। পরে স্ত্রীর নামের প্রথম অক্ষর ‘মি’ আর নিজের আসল নাম শাহিদ হাসান নামের ‘শা’ দিয়ে নাম দিয়েই তার নাম হয় মিশা।