‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বিবাহিত নারী

বিশ্বের অন্যতম সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার অন্যতম শর্ত হলো প্রতিযোগীকে অবিবাহিত হতে হবে। গত ৭০ বছর ধরে এই নিয়ম চলে আসছে। সাত দশক পর এই নিয়মে পরিবর্তন এনেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছর অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের ৭২তম আসর। এ আসরে বিবাহিত নারী ও সন্তানের মা হলেও অংশ নিতে পারবেন।

বর্তমান নিয়ম অনুসারে, ১৮-২৮ বছর বয়েসী অবিবাহিত নারী (ডিভোর্সি গ্রহণযোগ্য নয়) এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বিবাহিত ও সন্তানের মা হলে তিনি এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন না। নতুন নিয়মে, বিবাহিত ও সন্তানের মা হলেও তিনি অংশ নিতে পারবেন। কিন্তু বয়স সীমা একই থাকবে।

এ বিষয়ে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানায়, ‘সময় পরিবর্তনশীল; সময়ের তাগিদে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ এটিকে যুগান্তকারী একটি সিদ্ধান্ত বলে সাধুবাদ জানাচ্ছেন ফ্যাশন জগতের মানুষ।

রাইজিংবিডি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × five =