‘মিস ডিভা ইউনিভার্স’ বিজয়ী দিভিতা

রোববার (২৮ আগস্ট) রাতে মুম্বাইয়ের ফেমাস স্টুডিওতে বসেছিল চূড়ান্ত আসর। সেখানে ২৩ বছর বয়েসী দিভিতার মাথায় মুকুট পরিয়ে দেন ‘মিস ইউনিভার্স-২০২১’ বিজয়ী হারনাজ সান্ধু। ‘মিস ইউনিভার্স ২০২২’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন দিভিতা রাই। এরই মধ্যে মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকেও এ ঘোষণা দেওয়া হয়েছে।

মিস ইউনিভার্সের পেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটি চুমু খেয়ে তারপর তা দিভিতাকে পরিয়ে দেন হারনাজ। এরপর দুই সুন্দরী একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন।

বিজয়ীর মুকুট পরার পর দিভিতা বলেন—‘অসাধারণ লাগছে; অবশেষে আমার মাথায় বিজয়ের মুকুট। এটা অবিশ্বাস্য! সত্যি অভিব্যাক্তি প্রকাশ করার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। পাগল পাগল লাগছে।’

কর্ণাটকে জন্মগ্রহণ করলেও বাবার চাকরির কারণে দিভিতা ভারতের বিভিন্ন শহরে বসবাস করেছেন। দিভিতা পেশায় একজন আর্কিটেক্ট-মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ রয়েছে তার। এবার তিনি অংশ নেবেন ৭১তম মিস ইউনিভার্সে।

রাইজিংবিডি

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

17 − two =