মুক্তিযুদ্ধের স্বল্পদৈর্ঘ্য সিনেমায় জ্যোতি

মহান মুক্তিযুদ্ধের সময়ের এক রাতের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশিবক’। ২০২২-২৩ অর্থবছরের সরকারি অনুদানের এ সিনেমাটি বানাচ্ছেন সাজ্জাদ জহির। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তি স্বাক্ষর করলেন জ্যোতিকা জ্যোতি। আগামী মাসেই শুরু হতে পারে শুটিং।

এ বিষয়ে জানতে জ্যোতিকা জ্যোতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের একটি গল্প। পুরো গল্পটিই তৈরি হয়েছে এক রাতের নানা ঘটনা নিয়ে। গল্পটা শুনেই ভালো লেগেছে। আমার চরিত্রটিও খুব পছন্দ হয়েছে। এর চেয়ে বেশি আপাতত বলা বারণ।’

জ্যোতিকা জ্যোতি ছাড়া আর কারা অভিনয় করছেন স্বল্পদৈর্ঘ্যটিতে তা জানা যায়নি। এখন সিনেমার প্রাথমিক প্রস্তুতি চলছে। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে বলে জানান জ্যোতিকা জ্যোতি।

গত আগস্ট মাসে মুক্তি পেয়েছে জ্যোতিকা জ্যোতি অভিনীত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বঙ্গমাতা’। গৌতম কৈরীর পরিচালনায় বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি। এতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। সিনেমাটি নিয়ে জ্যোতি বলেন, ‘বঙ্গমাতা চরিত্রে অভিনয় আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। সবাই যখন এ সিনেমায় আমার অভিনয়ের প্রশংসা করে তখন বিশেষ ভালো লাগা কাজ করে।’

সম্প্রতি জ্যোতি শেষ করেছেন ‘একদিন ভাইরাল নমিতা’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্যের কাজ। চৈতালী সমদ্দার পরিচালিত সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী তিনি।

জ্যোতি এখন ব্যস্ত আউয়াল চৌধুরীর ‘আগুনের পাখি’ সিনেমার শুটিংয়ে। নির্মাতার লেখা আগুনের পাখি উপন্যাস থেকে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে আরও অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ, মেঘলা মুক্তা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

7 + twelve =