‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ বছরের শেষে মুক্তি পাবে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। কান চলচ্চিত্র উৎসবের শেষ আসরে এর ট্রেলার উন্মুক্ত হয়। তখন সেটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানায় দর্শক। সিনেমার কিছু ত্রুটি-ঘাটতি নজরে আসে দর্শক-বিশ্লেষকদের।

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে পাওয়া গেলো নতুন খবর। জানা গেলো, আলোচিত ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তির আগে দেখানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং চলতি বছরের শেষ দিকেই এটি মুক্তি দেওয়া হবে প্রেক্ষাগৃহে।

ভারতের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স-এর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে এক প্রেস ব্রিফিংয়ে তথ্যটি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেছেন, ‘আমার মনে হয় শ্যাম বেনেগাল ও তার দল সিনেমাটির শুটিং, সম্পাদনা ও গ্রাফিক্সের কাজ প্রায় শেষ করে ফেলেছেন। সম্পাদনা পর্ব শেষ হলেই আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ছবিটি দেখাবো। মুক্তির জন্য এ বছরের শেষ দিকে একটি উপযুক্ত তারিখ খুঁজছি। চূড়ান্ত হলে সেটা আমরা জানিয়ে দেবো।’

‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, তৌকীর আহমেদ, নুসরাত ফারিয়া, দীঘি, রিয়াজ আহমেদ, ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন অতুল তিওয়ারি ও শ্যামা জাইদি। এর সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র।

বাংলা ট্রিবিউন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 − 1 =