মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনতে নীতিগত ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। খবর বাসস

তিনি বলেছেন, বাংলাদেশে মুদ্রাস্ফীতি কমছে। আমরা যদি চেষ্টা করি এবং নীতিগত স্থিতিশীলতা বজায় রাখি, তাহলে মুদ্রাস্ফীতি ৪-৫ শতাংশে নামিয়ে আনা অসম্ভব নয় এবং সেটিই সকলের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হবে।

বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘ব্যাংকার এসএমই নারী উদ্যোক্তার সমাবেশ, পণ্য প্রদর্শনী ও মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আহসান এইচ মনসুর বলেন, ‘দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল সাড়ে ১৪ শতাংশ। এখন তা সাড়ে ৮ শতাংশে নেমে এসেছে। খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল সাড়ে ১২ শতাংশের বেশি, সেটি এখন ৯ শতাংশের একটু বেশিতে রয়েছে। আমি আশাবাদী, এটা ধীরে ধীরে আরো কমবে।’

নারীদের সাংবিধানিক যে অধিকার রয়েছে, বাস্তবে তারা সেই অধিকার পাচ্ছেন না বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

তিনি বলেন, ‘ঋণ গ্রহণের সময় নারীরা অনেক বাধার সম্মুখীন হন। নারীদের কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আমাদের উপায় খুঁজে বের করতে হবে।’

আহসান এইচ মনসুর বলেন, আমাদের মা ও বোনদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় এটি যথাযথ নয়। নারীদের রান্নাঘর থেকে বের করে আনা দরকার- আমাদের এই মানসিকতার একটি বড় পরিবর্তন প্রয়োজন। কারণ, আমাদের সকলেরই মা, বোন ও কন্যা সন্তান আছে।

বর্তমানে ব্যাংক খাতে মোট ঋণের মাত্র ৬ শতাংশ নারীরা পাচ্ছেন জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, এটি মোটেও বাস্তবসম্মত নয়। তাদের জন্য কীভাবে ঋণ বৃদ্ধি করা যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। একইসঙ্গে তাদের আর্থিক সচেতনতা বাড়াতে হবে।

নারী উদ্যোক্তাদের অধিক অংশগ্রহণ ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এ পণ্য প্রদর্শনী মেলা আয়োজন করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। চার দিনব্যাপী এই মেলা ১১ মে পর্যন্ত চলবে। বিভিন্ন জেলা থেকে ৬৮ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য মেলায় নিয়ে এসেছেন। শেষ দিনে ছয়জন নারী উদ্যোক্তাকে সম্মাননা জানানো হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খসরু পারভেজ, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − sixteen =