মৃণাল সেনের বায়োপিকে চঞ্চলের নায়িকা মনামী

মৃণাল সেনের বায়োপিকে মূল চরিত্রে ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে থাকছেন মনামী ঘোষ।জানিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

গত ৩০ ডিসেম্বর টুইটারে একটি পোস্টার শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়। টুইটারে শেয়ার করা পোস্টার থেকেই স্পষ্ট বায়োপিকের নাম ‘পদাতিক’।

সিনেমাটি প্রযোজনা করবে ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। যিনি ‘অপরাজিত’র প্রযোজনা করেছিলেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এই দুনিয়া ছেড়ে বিদায় নেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। ২০২২-এর ৩০ ডিসেম্বর তার মৃত্যু বার্ষিকীতেই মৃণাল সেনের বায়োপিকের কথা ঘোষণা দেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + 5 =