মেক্সিকান কিংবদন্তি সংগীতশিল্পী ফার্নান্দেজ মারা গেছেন

আঞ্চলিক মেক্সিকান সংগীত জগতের আইকনিক ও সবার প্রিয় গায়ক ভিসেন্তে ফার্নান্দেজ মারা গেছেন। ৮১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।ফার্নান্দেজ তিনবার গ্র্যামি ও নয়বার লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। তার ছেলে আলেহান্দ্রে ফার্নান্দেজসহ নতুন প্রজন্মের পারফরমারদের জন্য অনুপ্রেরণা উঠেছিলেন তিনি।

ফার্নান্দেজের হিট গানের মধ্যে আছে ‘এল রেয়’ ও ‘লাস্তিমা কিউ সিস আহেনা’। তার সংগীত মেক্সিকো সীমানা ছাড়িয়ে অন্যান্য অঞ্চলের ভক্তদেরও আকৃষ্ট করেছিল। ‘ভলভার, ভলভার’ এবং ‘কোমো মেক্সিকো নো হে ডস’ এর মতো গানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের মেক্সিকান অভিবাসী সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল। কারণ এই দুই গানে স্বদেশের প্রকাশ পেয়েছে তীব্র আকাঙ্ক্ষা।

ডাকনাম ‘শেন্তে’ নামে পরিচিত ছিলেন ফার্নান্দেজ। পরিবার জানায়, রবিবার সকালে জালিস্কো রাজ্যের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।গত আগস্টে ফার্নান্দেজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেই থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। এই কিংবদন্তি গায়কের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গানের লিরিক দিয়ে স্মরণ করেছেন অসংখ্য ভক্ত-শ্রোতা।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + 20 =