আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের ৫১তম আসর। এবারের আসরে মনোনীত হয়েছে বাংলাদেশের ৫টি চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হচ্ছে খন্দকার সুমনের ‘সাঁতাও’, খিজির হায়াত খানের ‘ওরা ৭জন’, ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’, নাজমুস সাকিব আহমেদের ‘প্রিয়াঙ্কা’ এবং উজ্জ্বল কুমারের ‘মৃত্যুঞ্জয়ী’।
সার্ভান্টিনো উত্তর আমেরিকার বৃহত্তম সাংস্কৃতিক উৎসব। ১৯৭২ সাল থেকে মেক্সিকোর গুয়ানুহওয়াটো শহরে প্রতি বছর সার্ভান্টিনো উৎসবটি অনুষ্ঠিত হয়। বিখ্যাত স্প্যানিশ উপন্যাস ‘ডন কিহোটতে’-এর লেখক মিগেল ডি সার্ভান্টেস সাভেইদ্রুহ-এর প্রতি শ্রদ্ধা জানাতে উৎসবটির আয়োজন করা হয়। শিল্পকলার সকল শাখা এই উৎসবটিতে উদযাপিত হয়।
৫১তম সার্ভান্টিনো আন্তর্জাতিক উৎসবের অফিসিয়াল ওয়েব সাইট থেকে জানা যায়, ‘জেকে ১৯৭১’ চলচ্চিত্রটি আগামী ১৫ অক্টোবর, ‘ওরা ৭জন’ প্রদর্শিত হবে ১৬ অক্টোবর এবং ‘প্রিয়াঙ্কা’ প্রদর্শিত হবে ১৭ অক্টোবর দুপুর ১২টায়। আগামী ১৮ অক্টোবর প্রদর্শিত হবে ‘মৃত্যুঞ্জয়ী’ এবং ১৯ অক্টোবর ‘সাঁতাও’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বিকাল ৫টায়।
বাংলা ট্রিবিউন