মেট গালায় ‘ডন’-এর স্মৃতি মনে করালেন শাহরুখ-প্রিয়াঙ্কা

প্রথম ভারতীয় পুরুষ তারকা হিসেবে মেট গালার রেড কার্পেটে পা মাড়ালেন বলিউড কিং শাহরুখ খান। তিনি ছাড়াও সেখানে হাজির হতে দেখা গেছে দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকেও। তবে দুজনের সাজপোশাক দেখে কৌতূহল ঘুরপাক খাচ্ছে নেটভুবনে।

এদিন প্রিয়াঙ্কার পরনে পোলকা ডট পোশাক। আর আদ্যোপান্ত কালো পোশাকে নিজেকে মুড়িয়েছেন কিং খান। ঠিক যেমনটা ‘ডন’ ছবিতে ‘ডন-রোমা’ জুটিকে দেখা গিয়েছিল, ঠিক তেমনই!

একটা সময় বলিউডে গুঞ্জন ছিল, বলিউড বাদশার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘দেশি গার্ল’। প্রিয়াংকার বাড়ির নিচে ভোররাতে শাহরুখের গাড়ি থেকে শুরু করে একই ডেনিম জ্যাকেট ভিন্ন সময়ে, ভিন্ন অনুষ্ঠানে দুই তারকার গায়ে দেখা, তাদের ‘প্রেমের ইস্তেহার’ নিয়ে কম চর্চা হয়নি! মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছে অনেক দূর!

সম্পর্ক-বিচ্ছেদের রটনার পর থেকে আর মুখোমুখি হতে দেখা যায়নি শাহরুখ-প্রিয়াঙ্কাকে। তবে এবার প্রায় দু’ দশক পর মেট গালার মঞ্চে দেখা গেল দুই তারকাকে। সাজপোশাকে যেন উসকে দিলেন ‘ডন’-সহ পুরনো প্রেমের স্মৃতি। শাহরুখ-প্রিয়াঙ্কার লুক দেখে ভক্তরা বলছেন, ‘এরই নাম প্রেম…।’

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন শাহরুখ।

যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা। বলিউডে তার ‘কিং’ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে ‘কে’ আদ্যাক্ষরের নেকলেস পরেছিলেন। তার হাতের সব্যসাচী স্পেশাল ‘বেঙ্গল টাইগার’ লাঠিও ততোধিক চর্চার বিষয় হয়ে উঠেছে।

অন্যদিকে পোলকা ডট লং ড্রেস আর মাথায় হ্যাট সেঁটে ‘হলিউড গ্ল্যামারে’ হাজির প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গী তার স্বামী নিক জোনাস।

লাল গালিচায় শাহরুখ-প্রিয়াঙ্কা মুখোমুখি হোক না হোক, অনুরাগীরা আপাতত মজেছেন ‘ডন’ জুটির পোশাকের মিল দেখে। কিং খান আর দেশি গার্লের ছবি জুড়ে নেটপাড়ায় ছড়িয়ে দিয়ে তাদের উত্তেজনার অন্ত নেই! তাঁদের কথায়, ‘এখনও এত মিল!’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − one =