চার দল (বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলংকা) সাফ অনুর্ধ ২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ রাউন্ড রবিন পর্বের প্রথম রাউন্ড শেষে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে স্বস্তির অবস্থানে বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে শ্রীলংকা ৯-১, নেপাল ৩-২ এবং ভুটান ৪-১ ব্যাবধানে। ভারত অংশগ্রহনে বিরত থাকায় বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী নেপাল ভুটানের বিরুদ্ধে ৬-১ এবং শ্রীলংকার বিরুদ্ধে ৭-০ গোলে জয়লাভ করলেও বাংলাদেশের সঙ্গে হেরে যায় ২-৩ গোলে। দলগুলো দ্বিতীয় রাউন্ডে পরস্পরের বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় রাউন্ড শেষে সেরা দল হবে চ্যাম্পিয়ন। নিতান্ত নাটকীয় কিছু না ঘটলে বাংলাদেশের চ্যাম্পিয়ন না হওয়ার কোন কারণ দেখি না। তবে নেপাল দল যথেষ্ট শক্তিশালী। সতর্ক থাকতে হবে বাংলাদেশকে।
বসুন্ধরা এরেনার যে মাঠে খেলা হচ্ছে ভারী বর্ষণে কাল মাঠ ছিল খেলার সম্পূর্ণ অনুপযুক্ত। বাংলাদেশ ভুটান ম্যাচের দ্বিতীয় অর্ধ তিন ঘন্টা বিরতির পর পার্শ্ববর্তী অনুশীল মাঠে অনুষ্ঠিত হয়। এমনকি এই পর্বের শেষ ম্যাচ নেপাল – শ্রীলংকার খেলাটিও সেখানে অনুষ্ঠিত হয়েছে।
ভারী বর্ষা মৌসুমে বৃষ্টি স্বাভাবিক প্রাকৃতিক নিয়মে হচ্ছে। বিএফএফ এবং সার্ক কোন বিবেচনায় একই মাঠে স্বল্প সময়ে ১৮ ম্যাচ খেলার ঝুঁকি নিয়েছে বোধগম্য নয়।
খেলায় ফিরি। নিঃসন্দেহে বাংলাদেশ টুর্নামেন্টের সেরা দল। মূল একাদশের ৯ জনকে সাইড বেঞ্চে রেখেও কাল দাপটের সঙ্গে ভুটানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ভারী মাঠে আকর্ষণীয় ফুটবল খেলে। তবে বৃষ্টিতে অনুপযুক্ত থাকা মাঠে প্রথম অর্ধে কেউ মারাত্মক আহত হয়নি সৌভাগ্য। নেপালের বিরুদ্ধে খেলায় বাংলাদেশের তুখোড় স্ট্রাইকার সাগরিকা সাসপেন্ড থাকায় কাল শান্তি মার্ডি হ্যাটট্রিক করে তার অভাব বুঝতেই দেয়নি। পিটার বাটলার অনুশীলনের বিশেষত্ব হলো তিনি পুরো দলকে জাগিয়ে তুলেছেন যেভাবেই খেলাচ্ছেন তার শিষ্যরা জ্বলে উঠছে। দলের সব খেলোয়াড়দের মৌলিক ফুটবল কৌশল অনেক উন্নত। খাটো পাস, বল রিসিভিং, ডিস্ট্রিবিউশন, দূর পাল্লার শট, অফুরন্ত দম, পোশনাল প্লে সব কিছুই উঁচু মার্গের। আর সব চেয়ে বড় বিষয় হলো দলটি আত্মবিশ্বাসে টইটম্বুর। দলে আছে সকল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার দক্ষতা এবং কখনো হার না মানার সংকল্প। আরো আছে সুন্দর পারস্পরিক বোঝাপড়া। আকাশ এদের সীমানা। আমি মনে করি ভারত আসলেও বাংলাদেশের সামনে বাধা হয়ে হয়ত দাঁড়াতো না। বাংলাদেশের মেয়েদের দলকে সত্যিকারের প্রণোদনা দিয়ে এশিয়া কাপের জন্য প্রস্তুত করা এখন সময়ের দাবি।