মেহের আফরোজ শাওনের জন্মদিন আজ

মেহের আফরোজ শাওন। একাধারে অভিনেত্রী, নৃত্যশিল্পী, নির্মাতা, গায়িকা ও স্থপতি। দেশবরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন। বাবা মোহাম্মাদ আলী ও মাতা তহুরা আলী। বহুমুখী প্রতিভার অধিকারী শাওন ১৯৯৬ সালে হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ক্যারিয়ারে তিনি অনেক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন। তার অভিনীত নাটক ও চলচ্চিত্র দর্শক মহলেও বেশ সমাদৃত। শাওন ভালো লিখতেও পারেন। বইও প্রকাশ হয়েছে তার। একজন নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি অর্জন করেছেন তিনি। তবে অভিনেত্রী শাওনের গায়িকা পরিচয়টি তার ভক্তদের কাছে খুব প্রিয়। হুমায়ূন আহমেদের অন্যতম প্রিয় শিল্পী ছিলেন তিনি। শাওনের গান মুগ্ধ হয়ে শুনতেন মিসির আলীর লেখক। শাওন উপহার দিয়েছেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। ২০১৬ সালে সেরা গায়িকা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আজ শাওনের জন্মদিন। ১৯৮১ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে মেহের আফরোজ শাওন বলেন, জন্মদিন নিয়ে আমার বিশেষ কোনো পরিকল্পনা নেই। তাছাড়া জন্মদিনের কোনো বিশেষত্ব আমার কাছে নেই। আজকে হয়তো সন্তানদের নিয়ে কাছাকাছি কোথাও বেড়াতে যাব। শাওন বলেন, আমার কাছে জীবনের প্রতিটি দিনই আসলে গুরুত্বপূর্ণ। জন্মদিন নিয়ে আসলে বাড়তি কোনো উচ্ছ্বাস কাজ করে না। তবে আমার জন্মদিনকে ঘিরে আমার সন্তানদের মধ্যে যে উচ্ছ্বাস কাজ করে তা আমাকে ভীষণ আনন্দ দেয়, আবেগাপস্নুত করে। এমনকি আমার পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব এমনকি ভক্তরাও জন্মদিনে আসেন, আমার কাছে এটাই অনেক বেশি ভালোলাগে। সন্ধ্যার পর মা’সহ ভাইবোনদের সঙ্গে সময় কাটাব এটাও সাধারণ নিয়মের মতোই, তবে জন্মদিন বলে একটু বেশি ভালোলাগা থাকবে। আর আফসোস হয় কারণ ছোটবেলায় অনেক স্বপ্ন দেখেছি- এটা করব-ওটা করব। কিন্তু বড় হয়ে মনে হচ্ছে যে আসলে তেমন কিছুই এখনো করা হয়নি, যা যা স্বপ্ন দেখেছিলাম। সবাই দোয়া করবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

18 − sixteen =