ম্যানচেস্টারে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত মার্চ পর্যন্ত পেছাল বিমান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তার নিয়মিত ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত ১ মার্চ পর্যন্ত পিছিয়েছে। এর মধ্য দিয়ে ১ ফেব্রুয়ারি থেকে ফ্লাইট বন্ধের আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। খবর বাসস

আজ মঙ্গলবার ঢাকায় জারি করা এক বিবৃতিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, এর পরিচালনা পর্ষদ প্রাথমিকভাবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল।

পরবর্তীতে টিকিটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। পর্যালোচনা শেষে বোর্ড সিদ্ধান্ত নেয়, সাময়িক স্থগিতাদেশটি কার্যকর হবে ১ মার্চ ২০২৬ থেকে।

বিমান জানায়, বিদ্যমান কোম্পানি নীতিমালা অনুযায়ী ক্ষতিগ্রস্ত যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা-লন্ডন-ঢাকা রুটের বিকল্প ফ্লাইটে ভ্রমণের ব্যবস্থা, ভ্রমণের তারিখ পরিবর্তন, টিকিট ফেরত এবং অন্যান্য সংশ্লিষ্ট সেবা।

যাত্রীদের সহায়তা পেতে ঢাকা ও লন্ডনে বিমানের বিক্রয় অফিস, এয়ারলাইনের কল সেন্টার (১৩৬৩৬/+৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা অনুমোদিত বিমান ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এয়ারলাইনটি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে। পাশাপাশি জানানো হয়েছে, ম্যানচেস্টার রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হলে যাত্রীদের যথাযথভাবে অবহিত করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + thirteen =