যশ সিঁদুর পরিয়ে দিয়ে ‘বিয়ে’ করলেন!

যশ সিঁদুর পরিয়ে দিয়ে ‘বিয়ে’ করলেন!

শুক্রবার বিশ্বকর্মা পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। নুসরাতের মাথায় ছিল লাল রঙা সিঁদুর। তবে কি ‘যশরত’ চুপি চুপি বিয়ে সেরে ফেললেন? নুসরতের সন্তানের পিতৃপরিচয় জানা গেলেও, তাদের বিয়ে নিয়ে কোনও খবর পাওয়া যায়নি।

তবে এ বার যে যশ ‘বিয়ে’ করেছেন, তার প্রমাণ পাওয়া গেল। তিনি সিঁদুর পরালেন, গালে সিঁদুর মাখালেন। পাত্রী কে? কাকে সিঁদুর পরালেন যশ? পাত্রী নন, পাত্র। ইউটিউবার স্যান্ডি সাহা। জনসমক্ষে স্যান্ডিকে কপালে সিঁদুর পরালেন ঈশান-জনক। ফেসবুক এবং ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করলেন। দেখা যাচ্ছে, স্যান্ডি যশের দিকে কপাল এগিয়ে দিলেন। যশ গেরুয়া রঙের সিঁদুর মোটা করে স্যান্ডির মাথায় পরিয়ে দিলেন। স্যান্ডি লজ্জা পেয়ে গেলেন। যশ স্যান্ডির দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতে লাগলেন। কয়েক মুহূর্ত পর সেই সিঁদুরই স্যান্ডির গালে মাখিয়ে দিলেন নুসরাতের সঙ্গী।

স্যান্ডি বললেন, ‘‘যশ যদি কেবল ভিডিওর জন্য আমায় মাথায় সিঁদুর পরায়, তাতেও আমি নিজেকে তার স্ত্রী-ই মনে করি। গত পরশু আমাদের বিয়ে হয়েছে।’’ স্যান্ডি লিখেছেন, ‘আজ আমার হিন্দু মতে বিয়ে হল, আজ থেকে আমি ইয়াশ পত্নী ইয়াশিকা। অবশেষে তার প্রেমের রং আমার সিঁথিতে রাঙিয়ে দিয়ে আমাকে ইয়াশিকা করে রাখল।’

স্যান্ডি জানালেন, নুসরাতের সঙ্গে তার কথা হয়েছে। এমনকী স্যান্ডিকে নাকি তিনি তার সদ্যোজাত ঈশানের সৎ মা হিসেবে মেনে নিয়েছেন। কিন্তু সমগ্র কথোপকথন স্যান্ডি এখনই প্রকাশ করতে পারবেন না বলে জানালেন। তবে কথা দিলেন, দু’দিনের মধ্যে তার অনুরাগীরা বাকিটাও জানতে পারবেন।

স্যান্ডির কথায়, ‘‘যশ তো বিজেপি সমর্থক, তাই আমি গেরুয়া রঙের সিঁদুর নিয়ে গিয়েছিলাম। সেই রং-ই এখন আমার কপালে। তিনি যদি কোনও দিন রং বদলান, তবে আমার কপালের সিঁদুরের রং-ও পাল্টে যাবে।’’

জানালেন, যশ অন্যান্য টলি-নায়কদের থেকে আলাদা। তিনি সব কিছুকেই মজার ছলে নিতে পারেন। তাই এমন ভিডিও প্রকাশ করতে তার কোনও সমস্যা হয়নি। নুসরাতের প্রসঙ্গে স্যান্ডি বললেন, ‘‘নুসরাতও খুবই মজার মানুষ। আমার সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। কিন্তু সেসব এখন জানাতে পারব না। তার জন্য আর কয়েক দিন অপেক্ষা করতে হবে।’’

আনন্দবাজার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − nineteen =