যুক্তরাষ্ট্রে গর্ভপাত অধিকার চেয়ে হাজারো নারীর সমাবেশ

গর্ভপাতের ওপর ক্রমবর্ধমান হারে বাড়তে থাকা নিষেধাজ্ঞার কারণে শহরে শহরে প্রতিবাদ মিছিল করেছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার নারী।শনিবার গর্ভপাত অধিকারের দাবিতে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে এই মিছিল-সমাবেশ করে নারীরা। দেশজুড়ে প্রায় ৬৬০টি বিক্ষোভ প্রদর্শন করা হয়।

যার মধ্যে ওয়াশিংটন ডিসির সুপ্রিম কোর্টের সামনে দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যায় সমাবেশে যোগ দেওয়া নারীরা। সমাবেশে তারা টেক্সাস ল’য়ের (আইন) বিরোধিতা করেন।টেক্সাস ল অনুযায়ী, গর্ভাবস্থার ছয় সপ্তাহ পরে গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছে। এই নতুন আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে যুক্তরাষ্ট্রের নারীরা।

সুপ্রিম কোর্টের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারী নারীদের ড্রামের তালে তালে চিৎকার করতে শোনা যায়, ‘আমার শরীর, আমার পছন্দ’।‘নিজের জরায়ুকে মনে রাখুন’, ‘যারা গর্ভপাত করে আমি তাদের ভালোবাসি’ এবং ‘গর্ভপাত ব্যক্তিগত পছন্দ, আইনি বিতর্ক নয়’ — এমন বক্তব্য সংবলিত লেখা প্লে-কার্ড হাতেও দেখা যায় মিছিলে আসা নারীদের।

সামনের মাসগুলোতে, সুপ্রিম কোর্ট এমন এক শুনানি করতে যাচ্ছে, যা উল্টে দিতে পারে রো বনাম ওয়েডের মামলা রায়। ১৯৭৩ সালে দেশব্যাপী গর্ভপাত বৈধ করে দেওয়ার এই সিদ্ধান্তের হয়েছিল।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eight + 10 =