যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত, বিপর্যস্ত সড়ক যোগাযোগ

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানে ভারী তুষারপাতের মধ্যে শতাধিক গাড়ির সংঘর্ষের পর সড়ক পরিষ্কার করার কাজ করছে। সোমবার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। খবর বাসস

মিশিগান স্টেট পুলিশ জানায়, তুষারে ঢাকা সড়কে আই-১৯৬ করিডোরে বড় ট্রাক ও অন্যান্য যানবাহনের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে বহু মানুষ আহত হয়েছেন। তবে, কেউ মারা যাননি বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষের পর একাধিক গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ে।

সোমবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৩০ থেকে ৪০টি সেমি-ট্রাক একসঙ্গে আটকে পড়ে। সাধারণত ব্যস্ত এই আন্তঃরাজ্য মহাসড়কটি কয়েক ঘণ্টা বন্ধ ছিল। কর্তৃপক্ষ চালকদের সতর্ক থাকতে বলেছেন। বিপজ্জনক পরিস্থিতিতে গতি কমিয়ে চলার আহ্বান জানানো হয়।

একই সঙ্গে চলমান শীতকালীন ঝড়ে এলাকায় তুষারপাত অব্যাহত রয়েছে। বাতাসের শীতলতা মিলিয়ে তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৮ ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াসে।

জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানায়, রাতভর ‘তুষারপাত ও উড়ন্ত তুষার’ অব্যাহত থাকতে পারে। এতে আরও চার ইঞ্চি পর্যন্ত তুষার জমার আশঙ্কা রয়েছে। ফলে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য মিশিগানের কিছু এলাকায় মোট তুষারপাতের পরিমাণ ১৪ ইঞ্চি বা প্রায় ৩৫ দশমিক ৫ সেন্টিমিটারে পৌঁছাতে পারে।

এনডব্লিউএস এক বিবৃতিতে জানায়, ওই এলাকায় ভ্রমণ না করাই শ্রেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

1 + eight =