যুদ্ধবিরতির বার্তা নিয়ে মঞ্চে নতুন নাটক

২০২৩ সালের জানুয়ারিতে মঞ্চে এসেছিল নাট্যদল অ্যাক্টোম্যানিয়ার প্রথম প্রযোজনা ‘হ্যামলেট মেশিন’। প্রায় দুই বছর পর নতুন নাটক নিয়ে আসছে নাট্যদলটি। ১৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হবে তাদের দ্বিতীয় প্রযোজনা ‘দ্য ম্যান আউটসাইড’। জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের লেখা ‘দ্য ম্যান আউটসাইড’ বাংলায় অনুবাদ করেছেন মামুন হক, নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের।

দ্য ম্যান আউটসাইড নাটকটি বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের নিদারুণ হতাশার গল্প। যুদ্ধ শেষে সে মাতৃভূমিতে ফিরে আবিষ্কার করে, সেই চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন তার অচেনা, যা তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে। কেন প্রিয় শহর, প্রিয় মানুষের প্রতি তার এত ক্ষোভ? সে প্রশ্নই খোঁজা হয়েছে নাটকজুড়ে।

নির্দেশক তালহা বলেন, ‘উলফগ্যাং বোরচার্ট মাত্র ২৭ বছর বয়সে মারা যান। এই একটিই নাটক তিনি লিখেছেন। দ্য ম্যান আউটসাইড একটি যুদ্ধবিরোধী নাটক। পৃথিবীর যেকোনো যুদ্ধ আমাদের জন্য শোভনীয় নয়। আমরা যুদ্ধবিরতির বার্তা দিতে চেয়েছি এ নাটকের মাধ্যমে।’

তালহা আরও বলেন, ‘দ্য ম্যান আউটসাইড এমন গল্প, যা লেখার ৭৪ বছর পেরিয়ে এখনো সমকালীন। আমাদের ব্যক্তিজীবনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভাব এতটাই বেশি যে মানুষের মৃত্যু আর আমাদের বিশেষ ভাবায় না। গুম, হত্যা, ধর্ষণ, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা—কোনো কিছুই আমাদের ছুঁয়ে যায় না। আমরা কেমন ভোঁতা হয়ে গেছি। সেই উপলব্ধি থেকে কিছু কথা বলতে চেয়েছি এ নাটকের মধ্য দিয়ে।’

এতে অভিনয় করছেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, নাবিলা আশেক, মার্টিন সাহা, মারজুক, পারিশা মেহজাবিন, জেরিন স্বপ্না, মঈনুল বাপ্পি, আসিল আমিন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 + seven =