যুদ্ধ থামাতে বাইডেনকে চিঠি ৫৫ হলিউড অভিনেতার

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে খোলা চিঠি লিখেছেন হলিউডের ৫৫ জন অভিনেতা ও আইনজীবী। এর মধ্যে রয়েছেন কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রামি ইউসেফ, ক্রিস্টেন স্টুয়ার্ট, মার্ক রাফালো, অ্যান্ড্রু গারফিল্ড প্রমুখ।

গতকাল শুক্রবার তারা জো বাইডেনের কাছে এই চিঠি লেখেন। খবর ভ্যারিয়াইটির। চিঠিতে বিনোদন জগতের এই শীর্ষ তারকারা মানুষের প্রাণহানি বন্ধে গাজা ও ইসরায়েলে যুদ্ধবিরতি পালন এবং অবিলম্বে উত্তেজনা বন্ধে কাজ করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, ‘আমরা আপনার প্রশাসন এবং সমগ্র বিশ্বের নেতাদের পবিত্র ভূমির সকল মানুষের জীবনের প্রতি সম্মান জানানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতি পালনের ব্যবস্থা করার আহ্বান জানাই। মানুষের জীবন বাঁচানো একটি নৈতিক দায়িত্ব।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × 1 =