রক্ত মাখা বিছানার ছবি প্রকাশ করে সংবাদ সম্মেলনের ঘোষণা পরীর

রাজকে জীবন থেকে ছুটি দেয়ার এক দিন পর রক্তাক্ত বালিশ ও বিছানার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার, প্রেস কনফারেন্স টুমরো লোডিং।’ শনিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে নায়িকা পরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে একথা জানান। ধারণা করা হচ্ছে রাজের সঙ্গে মারামারিতে পরীমণি আহত হয়েছেন। যদিও বিষয়টি খোলাসা করেননি তিনি।

বেশ কয়েকদিন ধরেই রাজের সঙ্গে পরীমণির ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে পরীমণি রাজকে ডিভোর্স দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন ৩১ ডিসেম্বর। তবে রাগ কমলে আবারও বাসায় ফিরেছিলেন এই নায়িকা। কয়েক ঘণ্টার ব্যবধানেই আবারও এমন স্ট্যাটাস দিলেন তিনি।

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। শরীফুল রাজ ও পরীমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + fifteen =