রবি চৌধুরী হাসপাতালে ভর্তি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন রবি। সেখানে তাকে হাসপাতালের পোশাকে বেডে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হলেন এই সংগীতকার তা এখনো জানা যায়নি।

নব্বই দশকের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন তিনি। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। অন্যদের জন্যও বানিয়েছেন প্রচুর গান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 × three =