রবীন্দ্রনাথকে কটাক্ষ করলেন নোবেল

যাকে তাকে নয়, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাজে মন্তব্য করে সমালোচিত হলেন নোবেল। এর আগে বহুবারই বিভিন্ন বিষয়ে নানারকম বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন ‘নোবেলম্যান’ খ্যাত মাইনুল আহসান নোবেল। এবারও তার ব্যতিক্রম হলো না।

এবার রবীন্দ্রনাথকে ‘বয়কটের ডাক’ দিলেন নোবেলম্যান। নিজের ফ্যানপেজে লিখলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হউক। আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দী হতেন, কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন, তখন বিরিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিলো।’

নিজের ভেরিফায়েড ফেসবুক ফ্যানপেজে আবারো এক স্ট্যাটাস লিখে আলোচনায় এলেন তিনি- যেভাবে বার বার আলোচনায় আসেন। এটা তার পুরনো টেকনিক- বলে থাকেন অনেক সোশাল মিডিয়া ব্যবহারকারী।গতকাল দেওয়া তার এই ফেসবুক স্ট্যাটাসে এর মধ্যেই সাড়ে তিন হাজারেরও বেশি মন্তব্য করা হয়েছে, যার অধিকাংশই নেগেটিভ। তবে কেউ কেউ তার সঙ্গে ‘সহমত’ও প্রকাশ করেছেন।

দেশ রূপান্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 5 =